এই রেশন কার্ড থাকলেই এবার গ্যাস সিলিন্ডার মিলবে মাত্র ৪২৮ টাকায়! বড় ঘোষণা রাজ্য সরকারের

ঘরোয়া গ্যাস সিলিন্ডারের (Gas Cylinder) দাম এক ধাক্কায় কমে যাওয়ায় অনেকটাই স্বস্তি পেয়েছেন দেশের আমজনতা। সম্প্রতি কেন্দ্রীয় সরকার ২০০ টাকা LPG-র (Liquefied petroleum gas) দাম কমানোর কথা ঘোষণা করেছে। এরই মাঝে এল আরও এক বড় খবর। আপনার কাছে যদি রেশন কার্ড (Ration Card) থেকে থাকে তাহলে আপনি আরো কমে পেয়ে যাবেন গ্যাস।

শুনতে অবিশ্বাস্যকর মনে হলেও এটাই সত্যি। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানোর পরে গোয়া সরকার (Government Of Goa) একটি বড় ঘোষণা করেছে। রাজ্য সরকারের ঘোষণার পর অন্ত্যোদয় অন্ন যোজনার কার্ডধারীরা এবার মাত্র ৪২৮ টাকায় সিলিন্ডার পাবেন।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এবং কেন্দ্রীয় মন্ত্রী শিরপদ ওয়াই নায়েক পানাজিতে এলপিজি সিলিন্ডার রিফিলিংয়ের জন্য ‘মুখ্যমন্ত্রীর আর্থিক সহায়তা প্রকল্প’ চালু করেছেন। এই প্রকল্পের আওতায়, রাজ্য সরকার রাজ্যের অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ডধারীদের সিলিন্ডারে ২৭৫ টাকা ভর্তুকি দেবে।

এই প্রসঙ্গে গোয়ার মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে এলপিজি সিলিন্ডারের জন্য ২০০ টাকা ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের কেন্দ্রের ২০০ টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। এছাড়াও, গোয়া সরকার এএওয়াই রেশন কার্ডধারীদের প্রতি মাসে অতিরিক্ত ২৭৫ টাকা দেওয়ার ঘোষণা করল।’

lpg gas

সরকারি হিসেব বলছে, রাজ্যের ১১ হাজারেরও বেশি মানুষের কাছে অন্ত্যোদয় কার্ড রয়েছে। এই ধরনের কার্ডধারীরা উজ্জ্বলা প্রকল্পের জন্য ২০০ টাকা এবং গোয়া সরকার কর্তৃক প্রদত্ত ভর্তুকির জন্য ২৭৫ টাকা ভর্তুকি পাবেন। রেশন কার্ডধারীদের মোট ৪৭৫ টাকা ভর্তুকি দেওয়া হবে।

রাখিবন্ধন উপলক্ষে সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানোর পর পানাজিতে ১৪.২ কেজির সিলিন্ডারের বিক্রি হচ্ছে ৯০৩ টাকা। অন্যদিকে দক্ষিণ গোয়ায় সিলিন্ডারের দাম ৯১৭ টাকা। এভাবে যদি ৯০৩ টাকার দামের দিকে তাকান, তাহলে উজ্জ্বলা স্কিমের জন্য ২০০ টাকা এবং সরকারের কাছ থেকে ২৭৫ টাকা পাওয়ার পর সিলিন্ডারের দাম নেমে আসবে ৪২৮ টাকায়।