সাধারণ মানুষের মুখে দু’বেলা দু’মুঠো অন্নের জোগান দিতে কিছু না কিছু পদক্ষেপ নিয়েই থাকে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের সরকারগুলি। দেশের কোনও মানুষ যাতে খালি পেটে না ঘুমোয় তার জন্য কিছু না কিছু করেই চলেছে সরকারগুলি। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছ থেকে বিনামূল্যে রেশন সুবিধা (Rationing) পাওয়া যায়। আপনিও যদি বিনামূল্যে রেশনের সুবিধা নিয়ে থাকেন, তবে আপনার জন্য এক দারুণ খবর রয়েছে।
এখন রাজ্য সরকার গম ও চালের পাশাপাশি বিনামূল্যে চিনি দেওয়ার ঘোষণা করেছে। যদিও খুব কম মানুষই সরকারের এই সিদ্ধান্তের লাভ তুলতে পারবেন। ইতিমধ্যে রেশন বিতরণ শুরু হয়ে গিয়েছে সরকারের তরফে। আপনার কাছে যদি অন্ত্যোদয় কার্ড থেকে থাকে তাহলে আর চিন্তা থাকবে না আপনার। কারণ কেন জানেন? উত্তরপ্রদেশের যোগী সরকার ঘোষণা করেছে যে অন্ত্যোদয় কার্ডধারীরা এবার থেকে তিন মাসের বিনামূল্যে চিনি পাবেন। এমনই জানিয়েছেন লখনউয়ের ডিএসও বিজয় প্রতাপ সিং।
অর্থাৎ যাদের অন্ত্যোদয় কার্ড রয়েছে তাঁরা জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ১৮ টাকা কেজি দরে চিনি পাবেন। বর্তমানে বিনামূল্যে রেশন যোজনার আওতায় অন্ত্যোদয় কার্ডধারীরা বিনামূল্যে ১৪ কেজি গম এবং ২১ কেজি চাল পান। যোগ্য পরিবারের পাশাপাশি অন্ত্যোদয় কার্ডধারীরা সরকারি রেশন দোকানে বিনামূল্যে রেশন পাবেন। ১২ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত শাহজাহানপুর জেলায় বিনামূল্যে রেশন মিলছে বলে খবর। জেলা সরবরাহ অফিস সমস্ত কোটাধারীদের ভাল এবং সম্পূর্ণ রেশন দেওয়ার নির্দেশ দিয়েছে।
এর আগে গত বছরের ২৩ ডিসেম্বর দেশের ৮১ কোটিরও বেশি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, অন্ত্যোদয় কার্ড যাদের রয়েছে তাদের উদ্দেশ্যে উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছিল, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩-র ডিসেম্বর পর্যন্ত সমস্ত যোগ্য পরিবারের ক্ষেত্রে এই প্রকল্প প্রযোজ্য হবে। এই প্রকল্পের অধীনে, চাল, গম এবং মোটা শস্য সরকার দ্বারা বিনামূল্যে দেওয়া হয়। অন্ত্যোদয় কার্ডধারীদের প্রতি মাসে বিনামূল্যে ৩৫ কেজি খাদ্যশস্য দেওয়া হয়।