মানুষের কাছে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাজারও ব্যস্ততার মধ্যে মানুষের কাছে সময়ের দাম অপরিসীম। আজকালের ব্যস্ততার যুগে মানুষের কাছে নষ্ট করার মতো সময়ের খুবই অভাব। কিন্তু ভারতীয় রেলের (Indian Railways) কারণে অনেক সময়ই দেরি হয়ে যায় নিত্য যাতায়াতকারীদের। তাই সময় নষ্ট হয়ে যায় অনেকটা।
রেল অনেক সময় কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত দেরি করে দেয়। কিন্তু এবার ভারতীয় রেল তাদের প্রতিটি যাত্রীকে দিচ্ছে এক বিশেষ সুবিধা। এবার থেকে ট্রেন লেট করলে IRCTC ক্যাটারিংয়ের নীতি অনুযায়ী যাত্রীদেরকে খাবার এবং ঠান্ডা পানীয় যোগান দেবে রেল।
দূরপাল্লার ট্রেনে যারা ট্রাভেল করবেন তাদের জন্য খুবই কার্যকর হবে রেলের এই নয়া পদক্ষেপ। বিশেষত শতাব্দী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস এর মত ট্রেনের যাত্রীরা দারুণ সুবিধা পাবেন। তবে এক্ষেত্রেও রয়েছে কিছু শর্ত।
ট্রেন যদি ৩০ মিনিট লেট করে তাহলে মিলবে না এই সুবিধা। ট্রেন যদি ২ ঘণ্টা দেরি করে দেয় তাহলে যাত্রীদের বিনামূল্যে পানীয় ও হালকা খাবার প্রদান করা হবে। এক্ষেত্রে সকালের খাবারে চা বা কফি সাথে দুটো বিস্কুট এবং সন্ধার খাবারে চা বা কফি এবং চারটে পাউরুটি টুকরো দেওয়া হবে। কখনো কখনো বাটার চিপলেটও দেওয়া হবে।
লাঞ্চের ক্ষেত্রে দেওয়া হয় ভাত, মসুর ডাল ও আচারের প্যাকেট আপনি ভাত খেতে না চাইলে পেয়ে যাবেন সাতটি লুচি, মিক্স ভেজ, আচারের প্যাকেট, এক প্যাকেট লবণ আর এক প্যাকেট গোল মরিচ। রেল এই দুই প্রকার লাঞ্চ দেয় যাত্রীদের।
মাথায় রাখবেন ৩০ মিনিট থেকে ২ ঘণ্টা লেট হলে তবেই এই সুবিধা মিলবে যাত্রীদের। তবে রেলের এই অফার বেশিরভাগ যাত্রীই জানেন না। তাই আপনারও ট্রেন লেট করলে এই সুবিধা নিয়ে নিন।