ICICI ব্যাঙ্ক বদলাল এই নিয়ম, আপনার অ্যাকাউন্ট থাকলে জেনে নিন! নাহলে পড়বেন বিপদে

আমরা আপনাদের জানিয়েছিলাম যে, রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India) মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে আবার জন্য গত মার্চ মাস থেকেই কীভাবে রেপো রেট বাড়িয়ে চলেছে। আগে ১.৪০ শতাংশ বাড়ানোর পর এবার আরো ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর ফলে বাড়তে চলছে সুদের হার সহ EMI সমস্ত কিছুই। মার্চ মাস থেকে আজ অবধি মোট ১.৯০ শতাংশ রেপো রেট বেড়েছে।

আর রিজার্ভ ব্যাংকের রেপো রেটের ওপর নির্ভর করে সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংক তাদের লোনের ওপর সুদের হার বাড়া কমা করে। কিন্তু শুধু লোনের জন্যই নয়, একই সময়ে বেড়েছে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার। দেশের সমস্ত ব্যাংক এখন FD তে সুদের হার অনেকখানি বাড়িয়েছে।

সম্প্রতি অ্যাক্সিস ব্যাংক সহ UBI, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক প্রত্যেকেই FD তে সুদের হার অনেকখানি বাড়িয়েছে। ফলে একদিকে লোনের ক্ষেত্রে যেমন কিছুটা অস্বস্তিতে রয়েছেন গ্রাহকরা একইসময়ে FD তে সুদের হার বাড়ায় চিন্তা কিছুটা কমেছে।

এবার ICICI ব্যাংকও নিজেদের সুদের হার বাড়িয়েছে। রিজার্ভ ব্যাংক সুদের হার বাড়ানোর পর ICICI ব্যাংক ২ কোটি টাকার কম FD এর ওপর সুদের হার বাড়িয়েছে ২৫ বেসিস পয়েন্ট। গত ২৬ শে সেপ্টেম্বর থেকে এই নতুন হার কার্যকর হয়েছে। তাছাড়া ২ কোটি থেকে ৫ কোটি টাকার FD এর ক্ষেত্রেও সুদের হার আগের তুলনায় বেড়েছে।

ICICI ব্যাংকের নতুন সুদের হার : ব্যাংকের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যানুসরে সুদের হার নিম্নরূপ

১) ৭ দিন থেকে ৪৫ দিনের মধ্যে সুদের হার ৩ শতাংশ।
২) ৪৬ দিন থেকে ৯০ দিনের মধ্যে সুদের হার ৪.০৫ শতাংশ।
৩) ৯১ থেকে ১৮০ দিনের জন্য পেয়ে যাবেন ৪.১০ শতাংশ সুদ।
৪) এরপর ১৮১ দিন থেকে ১ বছর পর্যন্ত সময়ের ক্ষেত্রে ৪.৬০ শতাংশ সুদ পাওয়া যাবে।
৫) ১ বছর থেকে ২ বছর অবধি ৫.৪৫ শতাংশ সুদ দেবে ব্যাংক।
৫) দুই বছর থেকে ৭৪৯ দিন পর্যন্ত সময়ের জন্য সুদের হার ৫.৫০ শতাংশ।
৬) ৭৫০ দিনের ওপরে আমানত জমা রাখলে আপনি ৬.১৫ শতাংশ সুদ পেয়ে যাবেন।

icici bank for insurance story 770x433

রেপো রেটের সাথে সুদের কী সম্পর্ক: রিজার্ভ ব্যাংক যে হারে দেশের সমস্ত ব্যাংককে টাকা দেয় তাকে বলা হয় রেপো রেট। এবার রেপো রেট বাড়িয়ে দিলে ব্যাংক বেশি সুদে লোন দিতে বাধ্য থাকবে। আবার একই সময়ে যেহেতু রিজার্ভ ব্যাংক দেশের সমস্ত ব্যাংক থেকে টাকা নেওয়ার সময় আরো বেশি সুদ দিচ্ছে তাই ব্যাংকও নিজের টাকা জমা রাখবে রিজার্ভ ব্যাংকের কাছে। আর তাই স্থায়ী আমানতে অর্থাৎ Fixed deposit এ বেশী সুদ দেবে আপনাদের। এই ভাবে দেশে cash flow কমিয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনে রিজার্ভ ব্যাংক।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button