মরার ওপর খাঁড়ার ঘা! পাকিস্তান দলকে বড়সড় সাজা দিল ICC, মহাবিপাকে বাবর আজমরা

চলতি ওডিআই বিশ্বকাপে (Cricket World Cup) পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan national cricket team) পার্ফরম্যান্স বলার মতো নয়। টুর্নামেন্টের প্রাথমিক পর্ব থেকে ছিটকে যেতে পারে দল। এরই মধ্যে আরও একটা খবর, শাস্তির কবলে পাকিস্তান ক্রিকেট দল।

   

তারকা বোলার নাসিম শাহের ইনজুরি প্রথমে দলের জন্য উদ্বেগের বিষয় হয়ে দেখা দিয়েছিল। এরপর ভারতের (India) বিরুদ্ধে পরাজয়ের সঙ্গে সঙ্গেই টানা চতুর্থ ম্যাচে হারে টিম পাকিস্তান। এরপর এখন সেমি ফাইনালের আশাও ক্ষীণ মনে হচ্ছে দলটির জন্য। এদিকে শনিবার বাবর আজমের (Babar Azam) দলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আইসিসি (International Cricket Council)। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিপক্ষে ম্যাচের সময় আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানকে দোষী সাব্যস্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা।

খবর প্রকাশ্যে আসার পর আইসিসি এ ব্যাপারে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়েছে, স্লো ওভার রেটের জন্য পাকিস্তান দলকে দোষী সাব্যস্ত করা হয়েছে। চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ের চেয়ে চার ওভার পিছিয়ে ছিল বাবর আজমের নেতৃত্বাধীন দল। এ কারণে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। প্রতিটি খেলোয়াড়কে ম্যাচ ফি’র প্রতি ওভারে ৫ শতাংশ হারে জরিমানা করা হয়। চার ওভারে দলটি পিছিয়ে ছিল, সেই অর্থে মোট পেনাল্টি হয়েছে ২০ শতাংশ। দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর ফিল্ড আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ ও পল রাইফেল, তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও চতুর্থ আম্পায়ার রিচার্ড কেটেলবরো পাকিস্তান অধিনায়কের বিরুদ্ধে অভিযোগ তোলেন। পাকিস্তান অধিনায়ক বাবর আজমও এই অভিযোগ স্বীকার করেছেন।

babar rizwan

এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৬ ম্যাচের মধ্যে ৪টিতে হেরেছে পাকিস্তান। সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা জিইয়ে রাখার জন্য বাকি তিন ম্যাচে পাকিস্তানকে জিততেই হবে। সেই সঙ্গে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ম্যাচের দিকে বাবরদের তাকিয়ে থাকতে হবে। এছাড়াও নেট রান রেট উন্নত করতে হবে। মঙ্গলবার নিজেদের সপ্তম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান।