স্ত্রীয়ের স্বপ্ন পূরণ করলেন স্বামী, ৭ কোটি টাকা ব্যয়ে তৈরি করলেন সন্তোষী মায়ের বিশাল মন্দির

পুরাকাল থেকেই পবিত্র ভারতভূমি সাক্ষী থেকেছে ভালবাসার, প্রেমের, ত্যাগের। এখানে প্রেমিক প্রেমিকাদের ভালোবাসার ভুরি ভুরি উদাহরণ রয়েছে। বেহুলা লখিন্দরের কাহিনী থেকে শুরু করে একাধিক কাহিনী রয়েছে যা প্রেমের কাহিনী বহন করে চলেছে। আর এবার সেরকমই স্ত্রীয়ের স্বপ্ন পূরণের জন্য মন্দির তৈরি করলেন এক ব্যক্তি।

ওড়িশার এক ব্যক্তি ৭ কোটি টাকা খরচ করে মন্দিরটি নির্মাণ করেছেন। ওড়িশার জাজপুর জেলার চিকনা গ্রামে এই মন্দিরটি বানিয়েছেন তিন। পেশায় শিল্পপতী ওই ব্যক্তির নাম ক্ষেত্রবাসী লেনকা। তার স্ত্রী বৈজয়ন্তী সন্তোষী মায়ের পরম ভক্ত। খুবই ইচ্ছে ছিল গ্রামের অন্দরে সন্তোষী মায়ের মন্দির বানানোর।

যেমন ভাবা তেমন কাজ, স্ত্রীর ইচ্ছা পূরণের জন্য ক্ষেত্রবাসী গ্রামেই একটি মন্দির তৈরি করে দেন। দক্ষিণ ভারতীয় স্থাপত্যশৈলীতে তৈরি হয় মন্দিরটি। বলে রাখা ভালো তারা দুজনেই হায়দ্রাবাদে থাকেন। আর বহুদিন ধরে নিজের গ্রামে সন্তোষী মায়ের মন্দির তৈরি করতে চেয়েছিলেন বৈজয়ন্তী।

স্ত্রীর সেই ইচ্ছা পূরণের প্রতিশ্রুতি দেন তার স্বামী। ২০০৮ সালে শুরু হয় মন্দিরের নির্মাণ কাজ। বর্তমানে অবশ্য সেই নির্মাণকাজ শেষ হয়েছে। সেখানে মন্দিরে সন্তোষী মায়ের মূর্তি ছাড়াও শিব, গণেশ, হনুমান, নবগ্রহ দেবতারও পূজা করা হবে।

temple

নিজের স্বপ্ন পূরণ প্রসঙ্গে বৈজয়ন্তী সংবাদমাধ্যমের সামনে বলেন যে, গ্রামে মন্দির নির্মাণের খুবই ইচ্ছে ছিল। সেজন্য আমি আমার স্বামীর কাছে কৃতজ্ঞ কারণ তিনি আমার স্বপ্ন পূরণ করেছেন। আমরা একটি ছোট মন্দির তৈরি করতে চেয়েছিলাম। ঈশ্বরের আশীর্বাদে গ্রামের অন্দরে এত সুন্দর মন্দির তৈরি করা গিয়েছে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button