৩০ টাকায় ভাগ্যবদল! জোর করে গছিয়ে দেওয়া লটারির টিকিটে ১ কোটি পেলেন হাবরার সবজি বিক্রেতা

ভাগ্য কখন যে পরিবর্তন হয় তা বলার ক্ষমতা কারো নেই। লটারির দোকানে শেষমেষ পড়ে ছিল একটি মাত্র টিকিট। আর ৩০ টাকা খরচ করে সেটি কিনেছিলেন উত্তর ২৪ পরগণার হাবড়ার এক সব্জিবিক্রেতা। যদি ভাগ্য ফেরে সেই ধারণা করে কেনেন টিকিট। আর ফলাফল সামনে আশা মাত্র চক্ষু চড়কগাছ তার!

শেষের একটি ৩০ টাকার টিকিটে কোটিপতি হয়ে গেলেন হাবড়া থানার কুমড়া পাঁচঘরিয়া এলাকার বাসিন্দা সাইফুল মণ্ডল! তিনি ভাবতেও পারেননি এভাবে ভাগ্য ফিরবে তার। আর লটারি থেকে ১ কোটি টাকা জিতে নিয়ে এলাকাতে এখন ভিআইপি স্ট্যাটাস হয়েছে তার!

নুন আনতে পান্তা ফুরায় অবস্থা সাইফুলের। দরিদ্রের সাথে লড়াইতে কার্যত হারতে বসেছিলেন তিনি। রোজগার নেই কিন্তু ৭ জনের বিরাট বড় সংসার টানতে হয় তাকে। বহু আশা নিয়ে লটারির টিকিট কেটেছিলেন। আর সেটাই বদলে দিয়েছে তার জীবন। আসলে বুধবার দিন সন্ধেবেলায় একটিমাত্র লটারির টিকিট পড়েছিল স্থানীয় কুমড়া বাজারের এক লটারি ব্যবসায়ীর দোকানে।

প্রথমে সাইফুল সেই টিকিট কিনতে না চাইলেও টিকিট বিক্রেতা একরকম জোর করে সেই টিকিট গছিয়ে দেন সাইফুলকে। আর পরের দিন, অর্থাৎ বৃহষ্পতিবার সকালেই সাইফুল জানতে পারেন তিনি কোটিপতি! আর সাথে সাথেই সেই ঘটনা চাউর হয়ে যায় গোটা এলকায়।

lottery man 1

লটারি থেকে কোটিপতি হয়ে যাওয়ায় সাইফুল বলেন, “এক রকম জোর করেই লটারি ওই টিকিটটি আমাকে বিক্রি করেছিলেন দোকানদার। আর সেই লটারিতে পুরস্কার পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে পরিবারের সকলে।’’ অবশ্য টাকা পেয়ে কী করবেন জানতে চাওয়ায় তিনি জানান যে, প্রথমে কিছু জমি কিনবেন, বাড়ি তৈরি করার পরিকল্পনা রয়েছে তার। আর বাদবাকি টাকা ছেলে মেয়ের পড়াশোনায় খরচ করতে চান।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button