রেকর্ড! মাত্র ৬৬ দিনেই গঙ্গার নীচে সুরঙ্গের কাজ শেষ, এই মাসে চালু হতে পারে মেট্রো চলাচল

হাওড়া (Howrah) থেকে মেট্রোতে (Kolkata Metro) চেপে সোজা শিয়ালদহ (Sealdah) কিংবা সল্টলেক সেক্টর ফাইভ, শুনতে কিছুটা অসম্ভব লেগেছিল প্রকল্পের কাজ শুরুর দিকে। কিন্তু অসম্ভবকে সম্ভব করে দেখানোর সমার্থক শব্দ হয়ে ওঠেছে ভারত। গঙ্গার (ganges) নীচে যে মেট্রো প্রকল্প প্রাথমিকভাবে অসম্ভব মনে হচ্ছিল সেটাই বর্তমানে সফল হতে চলছে। নতুন আপডেট অনুযায়ী এপ্রিল থেকে শুরু হচ্ছে ট্রায়াল রান!

ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ মোটামুটি শেষ। শুধু বৌবাজার এলাকা বাগে চলে এলেই কাজ খতম। সেখানে ৯ মিটার অংশের কাজ এখনো বাকি রয়ে গিয়েছে। জানা যাচ্ছে আগামী এপ্রিল মাস থেকেই গঙ্গার নীচ দিয়ে ট্রায়াল রান শুরু করতে পারে রেল। এই খবর কার্যত খুশির হাসি ফুটিয়েছে শহরবাসীর মধ্যে।

কাজ শেষ হতে বসলেও কয়েকদিন আগেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজে বারংবার ব্যাঘাত আসায় কাজ পিছতে থাকে। সেখানে তিনটি এলাকায় সমস্যার মুখে পড়ছে রেল। আসলে বৌবাজার এবং সংলগ্ন এলাকায় মাটিতে বালির পরিমাণ বেশি থাকার জেরে তিন জায়গায় টানেল তৈরির ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশনকে।

ওপরে জলের প্রেসারের কারণে বৃত্তাকার কনক্রিটের সিলিন্ডারের আকার বদলেছে বেশ খানিকটা। যদিও সেই বদলের মাত্রা খুবই কম, কিন্তু বৌবাজারের তিনটি স্থানে জলের প্রেশার এবং মাটির ধরনের কারণে ১০টি কনক্রিট রিংয়ের আকার বদলেছে। মোট ৫.৮ মিটার ব্যাস এবং ২ মিটার চওড়া কনক্রিটের রিংগুলি পুরোপুরি বৃত্তাকার থাকলেও বর্তমানে রিংগুলি কিঞ্চিৎ ‘ওভাল’ অর্থাৎ ডিম্বাকৃতির হয়েছে।

গত ২০১৯ সালে ধস নামে এই এলাকায়। এরপর মাটি পরীক্ষা করেই কাজ এগোয় রেলের। এবার খবর আসছে আগামী ২ মাসের মধ্যেই মেট্রোর কাজ শেষ হতে পারে। দুর্গা পিতুরি লেনের নিচে সুড়ঙ্গে যে কংক্রিটের ঢালাই দেওয়া হয়েছিল সেটিকে আপাতত বাদই দেওয়া হচ্ছে। এছাড়া ভূগর্ভে থাকা বেশ কিছু লাইন সরাতে সিইএসসি এবং পুরসভার সহযোগিতা চাইছে মেট্রো কর্তৃপক্ষ।

east west metro construction

এখানে জানিয়ে রাখি যে, নদীবক্ষ থেকে ১৩ মিটার গভীরে রয়েছে সুড়ঙ্গটি। এপ্রিল মাস থেকে ট্রায়াল রান শুরু করার পর আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবর থেকে পরিষেবা শুরু করা হতে পারে। সাথে কলকাতা মেট্রো এক নয়া রেকর্ড গড়েছে। গঙ্গার ১৩ মিটার গভীরে ইস্ট ওয়েস্ট লাইনের সুড়ঙ্গ নির্মাণ করতে মাত্র ৬৬ দিন সময় নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোর ইতিহাসে জুড়েছে এই নয়া রেকর্ড!

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button