পাকিস্তানের কাছে হারের পর কোন অঙ্কে ফাইনালে পৌঁছবে ভারত? সামনে এল পরিসংখ্যান

কালকের রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানের (Pakistan) কাছে পরাজয় স্বীকার করেছে ভারত (India)। মহম্মদ রিজওয়ানের দূর্দান্ত ৭১ রানের দরুন পাকিস্তান পৌঁছে যায় জয়ের অংকে। রিজওয়ানকে যোগ্য সঙ্গত দেন মহম্মদ নওয়াজ। চার নম্বরে ব্যাটিং করতে নেমে ঝড়ো ইনিংস খেলেন তিনি। মাত্র ২০ বলে ৪২ রান করে রেকর্ড গড়েন তিনি।
শেষের দিকে ম্যাচ কিছুটা ভারতের দিকে ঘুরলেও শেষমেষ এক দুর্দান্ত থ্রিলারে জয় হাসিল করে পাকিস্তান। ১৮২ রানের টার্গেট ছিল তাদের সামনে। আর মাত্র ১ বল বাকি থাকতেই নিজের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। শুরুর দিকে মোটামুটি খেললেও পরবর্তি সময়ে ঝোড়ো ইনিংস খেলার দরুন জয় হাসিল করে তারা।
এদিকে পাকিস্তানের ম্যাচ জয়ের কান্ডারী মহম্মদ রিজওয়ান দ্বিতীয় হাফ সেঞ্চুরির পর ১৭তম ওভারে আউট হলেও ততক্ষণে পাকিস্তানের জয়ের ভিত তৈরি হয়ে গিয়েছিল। ম্যাচের ১৭.৩ নম্বর ওভারে রবি বিষ্ণোইয়ের ডেলিভারিতে আসিফ আলির একেবারে সহজ ক্যাচ মিস করেন আর্শদীপ সিং। আর সেটাই যায় টিম ইন্ডিয়ার বিপক্ষে। বলতে গেলে ওটাই এই ম্যাচের টার্নিং পয়েন্ট। ক্যাচ মিস হওয়া আসিফই এরপর শুরু করেন চার ছয় হাঁকাতে, যা ম্যাচের রংই বদলে দেয়।
কিন্তু আগামী ১১ সেপ্টেম্বর দুবাইতে ফাইনাল খেলার জন্য আবারো মুখোমুখি হতে পারে ভারত পাকিস্তান। অনেক হিসেব কষে সেই অংক বের করেছেন বিশেষজ্ঞরা। ভারত আর পাকিস্তান আবারো মুখোমুখি হলে শেষপর্যন্ত ২০২২ এর এশিয়া কাপে মোট ৩ বার হবে এটি।
এর আগে গত ২৮ আগস্ট গ্রুপ লিগের ম্যাচে পাকিস্তানকে পর্যদুস্ত করে ম্যাচ জিতে নেয় ভারত। এরপর গতকাল ভারত একটুর জন্য হেরে গিয়েছে। কিন্তু ফাইনালে ওঠার অংকটা হিসেব করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। শ্রীলঙ্কা এবং পাকিস্তান একটি করে ম্যাচ জিতেছে। এর অর্থ শ্রীলঙ্কা (৬ সেপ্টেম্বর) এবং আফগানিস্তানের (৮ সেপ্টেম্বর) বিরুদ্ধে ভারতকে বাকি দু’টি ম্যাচ অত্যাবশ্যক জিততে হবে। পরের দু’টি ম্যাচ জিতলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে আফগানিস্তান।
কীভাবে টপ টু নির্ধারিত হবে : এক্ষেত্রে নেট রান রেট এর সাহায্য নেওয়া হবে। ভারত যদি এরপর দুটি ম্যাচই জিতে নেয়। আর পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দিলে শ্রীলঙ্কা ছিটকে যাবে প্রতিযোগিতা থেকে। সেক্ষেত্রে নেট রান রেট ভারতকে ফাইনালে পৌঁছে দিতে পারে। ভারতের বর্তমান নেট রান রেট -০.১২৬। শ্রীলঙ্কা রয়েছে +০.৫৮৯ তে আর পাকিস্তান +০.১২৬০ তে।