মাসে কত টাকা খরচ হবে 5G-র? জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী! দাম শুনলে আপনিও অবাক হবেন

দেশকে অনেক জিনিসই উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেক ইন ইন্ডিয়ার সফলতা থেকে শুরু অর্থনৈতিক অগ্রগতি, দেশের উন্নয়নে সর্বদাই এগিয়ে এসেছেন প্রধানমন্ত্রী মোদী। আর এবার সেই তিনিই দেশকে নব যুগে এগিয়ে যাওয়ার পথপ্রদর্শক হিসেবে 5G পরিষেবার উদ্বোধন করলেন।

   

১লা অক্টোবর শনিবার, ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন হিসেবে রয়ে যাবে এই দিনটি। আজকের দিনেই ভারতে শুরু হয়েছে 5G পরিষেবা। এবার হাইস্পিড ইন্টারনেটের কাভারেজ থাকবে সারাদেশে। টেকনোলজিতে উন্নত হওয়ার সাথে সাথেই দেশের বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে ইন্টারনেটের উচ্চগতি প্রয়োজনীয় হয়ে পড়ে, আর এবার 5G লঞ্চ হওয়ায় সেই সমস্যা ঘুচতে চলেছে।

এদিন দিল্লির প্রগতি ময়দানে ষষ্ঠ মোবাইল কংগ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সেখানেই সূচনা করা হয় 5G পরিষেবার। অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি দীপ্ত কণ্ঠে বলেন যে, ‘‘নতুন যুগের পথে আরও একধাপ এগিয়ে গেল দেশ ৷ অফুরন্ত সুযোগের সূচনা হল ৷’’ একইসাথে 5G এর ক্ষেত্রে যে দাম বাড়তে চলেছে বিভিন্ন রিচার্জের সেই নিয়েও কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী এদিন বলেন যে, একটা সময় ছিল যখন দেশে ১ জিবি ইন্টারনেটের জন্য ৩০০ টাকা খরচ করতে হতো। কিন্তু এখন মাত্র ১০ টাকাতেই ১ জিবি ডেটা উপভোগ করতে পারেন আপনারা। ১৫০ টাকার মধ্যেই সারা মাসের ইন্টারনেট খরচ মিটিয়ে ফেলা সম্ভব বলেই দাবী তার।

এদিন প্রগতি ময়দান থেকে দাঁড়িয়ে তিনি এও বলেন যে , নতুন ভারত প্রযুক্তির ভারতে সক্রিয় ভূমিকা নেবে। তার মতে প্রযুক্তির অগ্রগতিতে ভারত থাকবে সর্বাগ্রে। দেশে যেভাবে ডিজিটাইজেশন হচ্ছে তাতে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সমস্ত ক্ষেত্রেই ভারত কতটা অগ্রসর হয়েছে জানান তিনি। যেখানে ২০১৪ এর আগের ভারত এবং তারপরের ভারতের কতটা পার্থক্য রয়েছে সেই ব্যাপারও ব্যাখ্যা করেন তিনি।

5g logo network wireless systems and internet vector illustration. 5g banner concept. vector sign, symbol 5g. technology sci fi concept
5G Logo network wireless systems and internet vector illustration. 5G banner concept. Vector sign, symbol 5G. Technology sci-fi concept.

এদিন দেশবাসীর প্রতি বার্তায় তিনি বলেন ডিজিটাল ইন্ডিয়ার সাফল্য নির্ভর করছে চারটি পিলারের উপর, আর সেগুলি হলো ডিভাইস, ডিজিটাল কানেক্টিভিটি, ডেটা খরচ ও ডিজিটাল ফার্স্ট প্রয়াস৷ আর এই সমস্ত ক্ষেত্রেই কাজ করছে ভারত সরকার। তাই আগামী সময়ে যে এক নবভারত দেখা যাবে সেই অঙ্গীকারও করেন তিনি।