সামনেই নাকি বিয়ে, প্রাক্তন সৌমিত্রর থেকে কত টাকা খোরপোষ দাবি সুজাতার! শুনলে চমকে যাবেন

বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের (Saumitra Khan) প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল (Sujata Mondal Khan) যে বিয়ে করছেন একথা বোধ হয় জানেন আপনারা। গত ১৬ জানুয়ারি তাদের দুজনের বিচ্ছেদ মামলা শেষ হয়েছে। তারপর থেকেই প্রশ্ন উঠছে কত খোরপোশ নেবেন সুজাতা।
খুব বেশিদিন হয়নি বিয়ে করেন তারা। ঘটনা ২০১৬ সালের, তখনো রাজনীতির রং বদলাননি সৌমিত্র। তিনি সেসময় বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ। বিয়ে করেন বড়জোড়ার বাসিন্দা সুজাতা মণ্ডলকে। ২০১৯ সালে রং বদলে ফেলেন সৌমিত্র খাঁ। হাওয়ার দিক কেমন বুঝে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন।
পুনরায় বিপুল ভোটে জয়ী হন সৌমিত্র। ভোটে জয়ী হলেও তার ব্যক্তিগত জীবনের সম্পর্কে ফাটল আসতে শুরু করে। তারপর ২০২০ সালে দুজনে আলাদা আলাদা থাকতে শুর করেন। স্ত্রীহারা সৌমিত্র কেঁদে ফেলেন সংবাদ মাধ্যমের সামনে। কিন্তু সুজাতা রেয়াত করেননি। এরপর ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় রং বদলে ফেলেন সুজাতা। BJP থেকে যোগ দেন তৃণমূলে।
ভোটের সময় আরামবাগে বেশ সক্রিয় ছিলেন তিনি। দেখা গেছে বিভিন্ন মানুষকে ধমক দিতে। সুজাতা বিচ্ছেদের কারণ হিসেবে জানান, বিষাক্ত সম্পর্কে থেকে অপমানিত ও অত্যাচারিত হবার চেয়ে আলাদা হয়ে যাওয়া শ্রেয়। জানা যাচ্ছে সৌমিত্রর থেকে একটা পয়সাও দাবি করেন নি তিনি। তিনি নাকি মুক্তি পেয়ে বেঁচেছেন।
বিয়ের বিষয়ে সুজাতা জানান, “এখনই তারিখ বলা সম্ভব নয়। বাঙালিদের চৈত্র মাসে বিয়ে হয় না। এমনকী, কেনাকাটা করার জন্যও অনেক নিষেধাজ্ঞা রয়েছে। এই মাসে তাঁরাই বিয়ে করেন, যাঁরা প্রেম করে পালিয়ে যান। কিন্তু, আমার সেই রকম কোনও ইচ্ছে বা পরিকল্পনা নেই। বাড়ির সকলেই ওকে মেনে নিয়েছে। সকলের মতামত নিয়েই আমরা বিয়েটা সারব।