বদলে গেল রেশন থেকে চাল-গম পাওয়ার নিয়ম, এ মাসে কত কেজি সামগ্রী পাবেন দেখে নিন

রেশন (Ration Card) তালিকায়  নাম থাকা ব্যক্তিদের প্রতিমাসেই রেশন দোকান থেকে খাদ্যশস্য দেওয়া হয়। কিন্তু সবার জন্য সম পরিমাণ বণ্টন করা হয়না। উপভোক্তাদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে তাদের রেশন দেওয়া হয়। ফেব্রুয়ারি মাসে কোন কার্ডে কতটা খাদ্যশস্য পাওয়া যাবে সেটা জানিয়েছে রাজ্য সরকার।

কয় ধরনের রেশন কার্ড রয়েছে :

রাজ্যে মোট ৫ প্রকার রেশন কার্ড রয়েছে। এগুলি হলো,
১) অন্ত্যোদয় অন্নযোজনা রেশনকার্ড (AAY)
২) বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশনকার্ড (SPHH)
৩) অগ্রাধিকার প্রাপ্ত রেশনকার্ড (PHH)
৪) RKSY 1 রেশন কার্ড
৫) RKSY 2 রেশন কার্ড

১) অন্ত্যোদয় অন্নযোজনা রেশনকার্ড (AAY): এক্ষেত্রে প্রতিটি পরিবার ১৩ কেজি ৩০০ গ্রাম আটা অথবা গম নিতে পারেন। সাথে ১৩ টাকা ৫০ পয়সা কেজি দরে ১ কেজি চিনি দেবে সরকার। এছাড়াও বিনামূল্যে মিলবে ২১ কেজি চাল।

ration card

২) অগ্রাধিকার প্রাপ্ত রেশনকার্ড (PHH): PHH রেশন কার্ড থাকলে পরিবারের মাথাপিছু ৩ কেজি চাল, ১ কেজি ৯০০ গ্রাম আটা অথবা ২ কেজি গম পাবেন।

৩) বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশনকার্ড (SPHH): PHH এবং SPHH রেশন কার্ডের মতো এই কার্ডেও সমান খাদ্যশস্য দেবে।

৪) RKSY 1 রেশনকার্ড: এই কার্ডে শুধুমাত্র মাথাপিছু ৫ কেজি করে চাল পাওয়া যাবে।

৫) RKSY 2 রেশনকার্ড: এক্ষেত্রে কেবল ২ কেজি করে চাল দেবে সরকার।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button