কেউ ১২, কেউ ৩০ কোটি টাকা! ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় আলিয়া-রণবীরদের পারিশ্রমিক জানলে হাঁ হয়ে যাবেন

গত ৯ সেপ্টেম্বর মহা সমারোহে মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ব্রহ্মাস্ত্র (Brahmāstra: Part One – Shiva) ছবি। বিরাট বাজেটের এই সিনেমা নিয়ে কম কথা হয়নি। তর্ক বিতর্ক সব মিলিয়ে মোটের ওপর সিনেমা মুক্তির সময় বেশ ভালো ওপেনিং দিলেও তারপরও থেকেই কেমন যেন মিইয়ে গিয়েছে।

ওপেনিং এর সময়ে ভালো রোজগার করেছে এই ছবি। কিন্তু পরবর্তীতে হল ফেরত দর্শকদের রিভিউ দেখে মানুষ আর এই সিনেমা দেখতে যেতে চাইছে না। তবুও বাকি সমস্ত বলিউডি ফ্লপ সিনেমাগুলোর মত এখনই মুখ থুবড়ে পড়েনি ব্রহ্মাস্ত্র। আয়ও হয়েছে মোটামুটি। সারাবিশ্বে ২২৫ কোটি টাকা কামিয়েছে এই সিনেমা।

মেগা বাজেটের এই সিনেমাতে একই সাথে দেখা গিয়েছে রণবীর কাপুর, আলিয়া ভাট সহ অমিতাভ বচ্চন, শাহরুখ খান, নাগার্জুন এর মত কলাকুশলীদের। তো কত টাকা পারিশ্রমিক নিয়েছেন তারা সেটাই জানাবো আপনাদের।

১. রণবীর কাপুর : তিনি হলেন নায়ক, মূখ্য চরিত্রে অভিনয় করায় সিনেমা থেকে ২৫ থেকে ৩০ কোটি টাকা উপার্জন করেছেন রণবীর।

২. আলিয়া ভাট : রণবীরের স্ত্রী আলিয়া এখানে তার প্রেমিকার চরিত্রে অভিনয় করছেন। জানা যাচ্ছে জেজ প্রায় ১০ থেকে ২০ কোটি টাকা নিয়েছেন তারা।

৩. নাগার্জুন : বলিউডি এই ছবিতে দেখা গিয়েছে তেলেগু অভিনেতা নাগার্জুনের। ছবির জন্য প্রায় ১১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি।

৪. অমিতাভ বচ্চন : বিগ বি এই ছবির অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। এই ছবির জন্য তিনি প্রায় ৮ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি।

৫. মৌনি রয় : ভিলেনের ভূমিকায় অভিনয় করেছেন নাগিন খ্যাত মৌনি রয়। জানা যাচ্ছে তিনি ৩ কোটি টাকা নিয়েছেন এই ছবির জন্য।

94112139

এছাড়া ছবির পার্শ্বচরিত্রে অভিনয় করা ডিম্পল কপাডিয়া ১ কোটি টাকা নিয়েছেন কাজ করার জন্য। তবে ক্যামিও রোলে কাজ করায় শাহরুখ খান ঠিক কত টাকা নিয়েছেন সেটা জানা যায়নি।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button