ভারতের ব্যাটিংয়ের পর এভাবে পিচ বদলায় BCCI, এবার প্রকাশ্যে এল ভিডিও! হতবাক পাকিস্তান

চলতি বিশ্বকাপে (Cricket World Cup) একের পর এক কারণে খবরের শিরোনামে উঠে এসেছে পাকিস্তান (Pakistan)। খেলার জন্য যত না আলোচনায় এসেছে, তার থেকেও বেশি পাকিস্তান আলোচনায় থেকেছে ভিত্তিহীন মন্তব্য করে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু পাকিস্তানি ক্রিকেট সমর্থক দাবি করেছিলেন যে ভারতকে (India) সুবিধা পাইয়ে দেওয়ার জন্য পিচ বদল করে দিচ্ছে বিসিসিআই (Board of Control for Cricket in India)।

   

আধুনিক ক্রিকেট এমন অভিযোগ শুনলে যা হওয়ার তাই হয়েছে। পাকিস্তান ক্রিকেট সমর্থকদের এমন দাবি নিয়ে শুরু হয়েছে ট্রল করা। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে পিচ কীভাবে বদল করা হয়। হ্যাঁ পিচ বদল কিন্তু বিশ্বকাপে নয়। এই ভিডিওটি পাক ক্রিকেট সমর্থকদের উদ্দেশ্যে পোস্ট করা হয়েছে। ইউরোপের কোনো মাঠে সম্ভবত এই পিচ বদল করার ভিডিওটি। মাটির গোড়া থেকে বড় মেশিনের সাহায্যে পুরো বাইশ গজটাই তুলে ফেলা হয়েছে।

এক পাকিস্তানি ভক্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছেন, ‘কিছু একটা ব্যাপার তো নিশ্চই আছে। ভারত যখন প্রথমে ব্যাট করে, তখন পিচকে ব্যাটিংয়ের স্বর্গের মতো মনে হয়। এরপর যখন ভারতের বোলিংয়ের কথা আসে তখন একই পিচ ঠিক পার্থের মতো হয়ে যায় কী করে? দক্ষিণ আফ্রিকার এত ভালো ব্যাটিং ইউনিট কীভাবে ভারতের সামনে এভাবে ভেঙে পড়ল? এমনকি ১০০ রানও অতিক্রম করতে পারেনি তারা। এখানে বড় কিছু ঘটেছে’।

একই পোস্টের নীচে অন্য এক সোশ্যাল মিডিয়া ইউজার, যিনি হয়তো মজা করেই মন্তব্য করেছেন, ‘ভাই আমাদের কাছে সেরা প্রযুক্তি এবং বিজ্ঞান আছে। লাইট শোয়ের সময় মাঠে যখন পুরোপুরি অন্ধকার হয়, তখন ম্যানেজমেন্ট পুরো পিচটি পরিবর্তন করে দেয়। মাটির ভিতর থেকে সব বদল করে দেওয়া হয় বুঝলে। একটি বোতাম টিপলেই পুরো পিচ ভেতর থেকে বেরিয়ে আসে এবং আগের পিচটি চলে যায়।” এর আগে পাকিস্তানের এক প্রাক্তন ক্রিকেটার দাবি করছিলেন, ভারতের জন্য বিশেষ বল দিচ্ছে আইসিসি।