অবাক কাণ্ড পেট্রল পাম্পে! ফুল ট্যাঙ্ক করিয়ে ৫৫ হাজার টাকা দিতে হল স্কুটির মালিককে

পুজো শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। আর এই পুজোতে প্রেমিকাকে বাইকের পিছনে চাপিয়ে ঘুরে বেড়াতে কার না ভালোলাগে। কি সুন্দর হুশ হুশ করে সারা শহর ঘুরে ফেলা যায় দুজনে। তবে এক্ষেত্রে নিরবচ্ছিন্নভাবে ঘুরতে যাওয়ার জন্য প্রয়োজন হবে গাড়ির ট্যাঙ্কি ফুল রাখার।

প্রেমিকার সামনে গাড়ির তেল ফুরিয়ে যাওয়ার ব্যাপারটাও বেশ লজ্জাজনক! তাই ঘুরতে বেরোনোর সময় গাড়ির ট্যাঙ্কি ফুল করে নিলে আর কোনো সমস্যাই থাকেনা। কিন্তু গাড়ির ট্যাঙ্কি ফুল করার জন্য যদি ৫৫,০০০ টাকা লাগে! তাহলে কেমন হবে? কী ভাবছেন এমনটা হওয়া অসম্ভব? উঁহু, এমনটাই হয়েছে।

ঘটনার স্থান মহারাষ্ট্রের থানে। সেখানে স্কুটির ট্যাঙ্কি ফুল করতে এক Honda Activa মালিক দেন ৫৫ হাজার টাকা! যদিও বা তেলের দাম এখন অত্যন্ত বেশি, কিন্তু তাই বলে ট্যাঙ্কি ফুল করার জন্য একেবারে ৫৫,০০০ টাকা দেওয়ার মতো দাম নেই। তাহলে ব্যাপার কি!

আসলে এখন আমরা ক্যাশলেস যুগে পা দিয়েছি। বর্তমান দিনে টাকার পরিবর্তে আমরা অনলাইনে পেমেন্ট করতে বেশি অভ্যস্ত হয়ে গেছি। আর অনলাইন পেমেন্ট করতে গিয়েই এই সমস্যার শুরু। ওই ব্যক্তি পেট্রোল পাম্পে গেছিলেন ৫৫০ টাকার পেট্রোল ভরাতে। কিন্তু পেট্রোল পাম্পের এক কর্মী ৫৫০ টাকার পরিবর্তে ৫৫,০০০ টাকার বারকোড জেনারেট করেন।

পেমেন্ট করার সময় কিছু বোঝা যায়নি। কিন্ত তারপরই ব্যাংক থেকে ম্যাসেজ আসে ৫৫,০০০ টাকা কেটে নেওয়ার। আর তারপরই এই ঘটনা নিয়ে ধুন্ধুমার লেগে যায়। কিন্তু এরপর সেই কর্মী অতিরিক্ত অর্থ ফেরত পাঠিয়ে দেন ওই ব্যক্তির ব্যাংকে। তাতেই মেটে ওই সমস্যা।

honda activa owner charged rs 55000 at petrol pump instead of rs 550 1663933794

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে শুরু করে অনেক সংস্থাই জানাচ্ছে যে, অনলাইন পেমেন্ট করার সময় অতিরিক্ত সতর্ক থাকতে। একটু সতর্ক থাকলেই এই সমস্ত ঘটনা এড়ানো সম্ভব হবে। তাই উপরোক্ত ঘটনার মত বৃহৎ সমস্যার সম্মুখীন না হতে চাইলে UPI বা কার্ডে পেমেন্ট করার সময় সেইদিকে মনযোগ দিন।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button