হাই স্পিড ২৬৮ কিমি! প্রকাশ্যে এল ভারতের দ্রুততম ইলেকট্রিক বাইক, এর ফিচার্স অবাক করবে

আপনিও যদি বাইকপ্রেমী (Motorcycle) হয়ে থাকেন তাহলে একটি খবর শুনে আপনিও একপ্রকার খুশিতে লাফিয়ে উঠবেন। বিশেষ করে আপনিও যদি ইলেকট্রিক বাইক (Electric Bike) লাভার হয়ে থাকেন তাহলে তো এই প্রতিবেদনটি পড়ার পর আপনার আর ধৈর্য ধরবে না, মনে হবে এখুনই বাইক কিনে ফেলতে। এমন মানুষ হয়তো খুব খুঁজে পাওয়া যাবে যে বাইক ভালোবাসে না।

   

ev bike

ভারতে বৈদ্যুতিক দুই চাকার গাড়ির কথা বলতে গেলে, বেশিরভাগ সময় শুধুমাত্র বৈদ্যুতিক স্কুটার দেখা যায়। আগামী সময়ে আপনি ইলেকট্রিক বাইকের জন্যও বেশ কিছু হাতে গরম অপশন পেয়ে যাবেন, কারণ অনেক চমৎকার ইলেকট্রিক বাইক নিয়ে কাজ চলছে। এর মধ্যে একটি হচ্ছে আল্ট্রাভায়োলেট এফ৯৯ (Ultraviolette F99), যা সম্প্রতি চালু করা হয়েছে। এই আসন্ন রেসিং বৈদ্যুতিক মোটরসাইকেলটি ভারতীয় বৈদ্যুতিক দুই চাকার বাজারের দিক পরিবর্তন করতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে সম্প্রতি ইতালির মিলানে EICMA 2023 অটো এক্সপোতে নতুন ইলেকট্রিক সুপারবাইক লঞ্চ করেছে ভারতীয় ইভি নির্মাতা আল্ট্রাভায়োলেট যে বাইকটির নাম হল Ultraviolette F99। এটি কিন্তু কোনও সাধারণ ই বাইক নয়। এর ডিজাইন, এর ক্ষমতা সম্পর্কে শুনলে আপনিও চমকে যাবেন বৈকি।

বেঙ্গালুরুভিত্তিক ইভি কোম্পানি আল্ট্রাভায়োলেট এফ৯৯ ইলেকট্রিক বাইক তৈরি করেছে। এটি দেশের প্রথম ইলেকট্রিক রেসিং বাইক। এই বাইকটি উইংলেট এবং প্যানেল সহ কার্বন ফাইবার উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। এই সমস্ত জিনিস আল্ট্রাভায়োলেট এফ ৯৯ এর ডিজাইনে একটি ভিন্ন অবস্থান দেয়। শুধু তাই নয়, এই বাইকের সর্বোচ্চ গতি হবে ২৬৮ কিমি/ঘন্টা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন আপনি। সবকিছু ঠিকঠাক থাকলে এই F99 ইলেকট্রিক সুপারবাইকটি আগামী ২০২৫ সালের মধ্যে বিশ্বব্যাপী চালু হবে বলে আশা করা হচ্ছে। ফলে বাইক লাভার্সদের আরও ২ বছর অপেক্ষা করতে হবে।

ultraviolette f99 ea

আসন্ন বৈদ্যুতিক বাইকটিতে দুটি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে – এয়ার উইন্ডশিল্ড এবং এয়ার-ব্লেড।   এতে রয়েছে ৯০ কিলোওয়াট ইলেকট্রিক মোটর, যাতে মাত্র ৩ সেকেন্ডে ১০০ কিমি/ঘণ্টা গতি ধরতে পারে এই বাইকটি। যদিও এর রেঞ্জ ও দাম এখনো প্রকাশ করা হয়নি। মজার ব্যাপার হলো, এই বাইকটির ওজন মাত্র ১৭৮ কেজি। যদিও কোম্পানি ইউরোপে F77 ইলেকট্রিক বাইকও লঞ্চ করেছে। ভারতীয় টাকায় F77 এর দাম ৮.৩ লক্ষ থেকে ৯.৮১ লক্ষ টাকার মধ্যে হতে পারে।