দেশজুড়ে একপ্রকার সক্রিয় রয়েছে বর্ষা (Wet Season)। দেশের (India) একের পর এক রাজ্যের বৃষ্টি হয়েই চলেছে। কোনও কোনও জায়গায় বন্যার মতো পরিস্থিতি অবধি তৈরি হয়েছে। শুধু তাই নয়, কিছু কিছু জায়গায় ধস নেমে ভয়াবহ পরিস্থিতির তৈরি হয়েছে। ইতিমধ্যে এই ধসের নিচে চাপা পড়ে বহু মানুষের মৃত্যু অবধি ঘটেছে।
এদিকে দফায় দফায় আবহাওয়া রীতিমতো চোখ পাল্টি করছে বাংলাতেও (West Bengal)। আজ শনিবার থেকেই রাজ্যের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ (Thunderstorm) সহ ভারী বৃষ্টিপাত হচ্ছে। সঙ্গে দোসর হয়েছে ঝোড়ো হাওয়াও। রাজ্যের পারদও এক ধাক্কায় অনেকটাই নেমে গিয়েছে, যে কারণে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
গত কয়েকদিন ধরেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার সাক্ষী থাকছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গ (South Bengal) ও উত্তরবঙ্গের (North Bengal) মানুষ। আজ দক্ষিণবঙ্গের বহু জেলার ক্ষেত্রে চরম সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে বলে দেওয়া হয়েছে পূর্বাভাস। বিশেষ করে ভারী বৃষ্টির দাপট চলছে শৈলশহর দার্জিলিং ও কালিম্পং-এ।
অন্যদিকে দেশের একাধিক রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আইএমডি (India Meteorological Department)-ও। এদিন IMD-র তরফে জানানো হয়েছে, লাদাখ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, রাজস্থান, গুজরাট, ওড়িশা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গোয়া, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকের অনেক জায়গায় থেমে থেমে বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ SBI-তে অ্যাকাউন্ট আছে? এবার টাকা জমা করতে গেলেই খসবে গ্যাঁটের কড়ি
এছাড়া কেরালা, তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের মতে, আগামী সপ্তাহে সক্রিয় বর্ষা পরিস্থিতি পুনরায় শুরু হলে বৃষ্টিপাতের ক্রিয়াকলাপ হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।