আজ থেকে উথাল পাথাল পরিস্থিতি! দক্ষিণবঙ্গের এই জেলাগুলোয় টানা ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি অ্যালার্ট

নাভিশ্বাস ওঠা গরমের মাঝেই গতকাল থেকে বৃষ্টির দাপট শুরু হয়েছে। বৃহস্পতিবার কলকাতার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ (Thunderstorm) ও ঝড় সহ তুমুল বৃষ্টি হয়েছে। তবে আজ থেকে ব্যাপক বদলে যেতে চলেছে রাজ্যের (West Bengal) আবহাওয়া। একদিকে যখন ভ্যাপসা গরমে কালঘাম ছুটে যাচ্ছে দক্ষিণবঙ্গের (South Bengal) মানুষের তখন জেলায় জেলায় প্রবল বর্ষণের পূর্বাভাস জারি হল। ফলে যখন যেখানেই বেরোন না কেন, ছাতা বগলদাবা করে বেরোবেন।

বেশ কয়েকদিন ধরেই উত্তরবঙ্গ (North Bengal) থেকে শুরু করে দক্ষিণবঙ্গ (South Bengal), সূর্যের প্রখর তেজের জেরে জেরবার হয়ে গিয়েছে। বৃষ্টি হলেও কাজের কাজ কিছুই হচ্ছিল না। বরং উল্টে আরও গরম বাড়ছিল। এরই মাঝে আজ দক্ষিণবঙ্গের একের পর এক জেলার ক্ষেত্রে বৃষ্টির কথা মাথায় রেখে হলুদ সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর।

আজ বুলেটিন জারি করে আলিপুর মৌসম ভবন জানাচ্ছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে তুমুল বর্ষণ হবে। সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ। ইতিমধ্যে কলকাতার আকাশে কালো মেঘের আনাগোনা শুরু হয়েছে। আশা করা যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি নামতে বিক্ষিপ্ত বৃষ্টি।

weather wb rain storm

এদিকে হু হু করে পারদ পতন ঘটবে উত্তরবঙ্গের জেলাগুলোর বলে পূর্বাভাস জারি করে জানিয়ে দিল আলিপুর হাওয়া অফিস। রীতিমতো কাঁপবে শৈলশহর দার্জিলিং, কালিম্পঙ। শুধু তাই নয়, পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে খবর।

যদিও আগামীকাল থেকে চরম সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে। কারণ আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বজায় থাকবে।