আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে তোলপাড় করা আবহাওয়ার সাক্ষী থাকছেন রাজ্যের (West Bengal) মানুষ। গতকাল সারা দিন বৃষ্টি হয়েছে কলকাতায় (Kolkata)। শুধু কলকাতাই নয়, প্রবল বর্ষণ হচ্ছে দক্ষিণবঙ্গ (South Bengal) ও উত্তরবঙ্গজুড়ে (North Bengal)। যদিও এখনই এই বৃষ্টির দাপট থেকে মুক্তি মিলবে না। আজও একাধিক জেলায় প্রবল বৃষ্টি ধেয়ে আসছে। কোথাও রয়েছে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবার কিছু কিছু জায়গায় রয়েছে ভারী থেকে অতিভারী বর্ষণের আশঙ্কা।
মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। বৃষ্টি হবে শহর কলকাতাতেও। সকাল থেকেই আকাশের মুখ ভার। ভোরের দিকে ছিটেফোঁটা বৃষ্টিও হয়েছে। ফলে বৃষ্টির হাত থেকে বাঁচতে ছাতা সঙ্গে রাখতে ভুলবেন না কিন্তু।
গতকালের মতো আজও শহরের একাধিক জায়গায় বৃষ্টির জল জমার আশঙ্কা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবার দক্ষিণবঙ্গের মূলত পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির ক্ষেত্রে ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে আজ উত্তরবঙ্গের একের পর এক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও দার্জিলিং ও কোচবিহার এই বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না। এই দুই জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে খবর।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, একদিকে মৌসুমী অক্ষরেখার অবস্থান পরিবর্তন, অন্যদিকে উত্তর বাংলাদেশের ওপর ঘনীভূত হওয়া ঘূর্ণিঝড়ের কারণে দুই বাংলাতেই বৃষ্টির দাপট চলবে। এদিকে ভারতীয় আবহাওয়া দফতর বা IMD জানিয়েছে, সিকিম, বিহার, পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় ২৬ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।