বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ! আর নিস্তার নেই দক্ষিণবঙ্গে, তোলপাড় করা আবহাওয়া আপডেট, জারি অ্যালার্ট

আজ কলকাতাবাসীর সকালটা যেন একটু অন্যরকম। ছিটেফোঁটা বৃষ্টির জেরে ঘুম ভাঙল শহরবাসীর। চোখ খুলতেই সকলের চোখ গেল আকাশের দিকে। আজ সকাল থেকেই আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। একপ্রকার বলতে গেলে লম্বা ঘুমের পর স্বমহিমায় ফিরতে ইচ্ছা হল বর্ষার। যে কারণে গতকাল একটু গভীর রাত থেকেই নিজের দাপট দেখতে শুরু করেছে। আবহওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অন্তত কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের (South Bengal) ক্ষেত্রে খরা কাটিয়ে প্রবল বর্ষণের আশঙ্কা থাকছে।

ভারতীয় আবহাওয়া অধিদফতর বা IMD এবং আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বাংলা তো বটেই, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশজুড়ে আবহাওয়া রুদ্রমূর্তি ধারণ করবে। ফলে সকলকে সতর্ক ও সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরে (Bay Of Bengal) একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। যে কারণে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে গোটা দেশেই।

আগামী দুদিন এক নাগাড়ে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছে আবহাওয়া বিজ্ঞানী অনুপম কাশ্যপি। IMD জানাচ্ছে, একের পর এক ঘূর্ণাবর্তের সৃষ্টির জেরে দেশজুড়ে বৃষ্টির তান্ডবলীলা চলবে। উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। কর্ণাটকের কোমরিন এবং তামিলনাডুতে অবস্থান করছে আরও তিনটি ঘূর্ণাবর্ত। এছাড়াও মধ্য ভারতের বিদর্ভ থেকে দক্ষিণ ভারতের কর্নাটক পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত।

rain kolkata weather

ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গেও। উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খন্ড, মধ্যপ্রদেশের কিছু অংশে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পার্বত্য রাজ্য হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডেও আজ বৃষ্টি হতে পারে।

আইএমডি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আন্দামান ও নিকোবর, ওড়িশা, দক্ষিণ ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রের কিছু অংশে বৃষ্টি হতে পারে। দিল্লি-এনসিআর সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পেয়েছে। উত্তর প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা-সহ সব রাজ্যেই বর্ষার বৃষ্টি যেন থেমে গিয়েছে। যদিও আজ থেকে বৃষ্টি বাড়বে। তবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ উপদ্বীপীয় ভারতের প্রত্যন্ত অঞ্চলে আগামী তিন থেকে চার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।