গোটা দেশজুড়ে ভারী বৃষ্টি হচ্ছে। উত্তর থেকে দক্ষিণ, প্রবল বর্ষণের সাক্ষী থাকছেন সাধারণ মানুষ। পাল্লা দিয়ে পশ্চিমবঙ্গেও (West Bengal) বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘলা। কখনও ভারী কখনও মাঝারি আবার কখনও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে কলকাতা (Kolkata) শহর সহ দক্ষিণবঙ্গ (South Bengal) ও উত্তরবঙ্গে (North Bengal)। এক প্রকার আবহাওয়ার মতিগতি ভালোভাবে কিছুই বোঝা যাচ্ছে না। কখন আবহাওয়া ৯০ ডিগ্রি পাল্টি খেয়ে যায় ধরাও যাবে না।
আপনিও যদি উত্তরবঙ্গের বাসিন্দা হয় থাকেন তাহলে সেখানকার হাল হকিকত সম্পর্কে আপনার দ্রুত জেনে রাখা জরুরি বৈকি, নইলে চরম বিপদে পড়তে হতে হবে আপনাকে। আবহাওয়া অফিস বলছে, উত্তরবঙ্গে এখন আগামী কয়েকদিন প্রবল বৃষ্টির সম্ভারনা রয়েছে। নামতে পারে ধসও। শুধু তাই নয়, নদীগুলি রীতিমতো ফুঁসছে। বিপদসীমার ওপর দিয়ে বইছে একাধিক নদী।
ইতিমধ্যে উত্তরবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। যদিও এইরকম দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে বাদ যাবে না দক্ষিণবঙ্গও। এখানেও একের পর এক জেলায় ভয়াবহ বৃষ্টি ধেয়ে আসছে বলে খবর। তার ওপর দোসর হবে বজ্রবিদ্যুৎ। বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে।
আরও পড়ুনঃ তৈরি হবে কঠিন পরিস্থিতি, শেষ বৃষ্টির দিন! ভারত সহ গোটা বিশ্বের আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে এল নিনো
এছাড়া পারদ ওঠা নামা অবধি করবে। ফলে কখনও আরামদায়ক আবার কখনও গায়ে জ্বালা ধরানো আবহাওয়ার সাক্ষী থাকতে পারেন আপনিও। কলকাতার আবহাওয়া কেমন থাকবে? মৌসম ভবন জানাচ্ছে, আজ শুক্রবার তিলোত্তমায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন সকাল থেকেই মুখ ভার রয়েছে আকাশের। বিকেল গড়ালেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে। আগামীকাল অর্থাৎ শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস।