নাছোড়বান্দা গরমে হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ। বিশেষ করে দক্ষিণবঙ্গের (South Bengal) মানুষের। আবহাওয়ার হঠাৎ খামখেয়ালিপনায় অতিষ্ঠ হয়ে উঠেছেন মানুষ। এদিকে দফায় দফায় ভারী বর্ষণ হচ্ছে উত্তরবঙ্গে (North Bengal)। যদিও আজ মঙ্গলবার সকাল থেকেই শহর আকাশের মুখ ভার। যে কোনও সময়েই ঝেঁপে বৃষ্টি নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল ছিটেফোঁটা বৃষ্টি হলেও আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি নামার আশঙ্কা রয়েছে।
আজ ও আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় বৃষ্টির আশঙ্কা রয়েছে সমগ্র বঙ্গে। ইতিমধ্যে একাধিক জেলার ক্ষেত্রে সতর্কতা অবধি জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। একপ্রকার তোলপাড় হবে রাজ্যের আবহাওয়া। আপনিও কি দক্ষিণবঙ্গের বাসিন্দা? কোন কোন জেলায় আজ বৃষ্টি হবে জানতে চান? তাহলে চোখ রাখুন এই প্রতিবেদনটিতে।
হাওয়া অফিসের মতে, আজ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া ঝাড়গ্রাম, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে না, তবে বৃষ্টির বেগ ভালো রকমই থাকবে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন আবহাওয়াবিদরা।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ শহরের আকাশের মুখ রীতিমতো মেঘলাই থাকবে। কয়েক দফায় হালকা বৃষ্টি হতে পারে শহর এবং শহরতলিতে। দোসর হবে বজ্রবিদ্যুৎ। সেইসঙ্গে গরম ও অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। তবে আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, আগামীকাল থেকে কলকাতায় খানিক হলেও বৃষ্টির দাপট বাড়বে। ফলে সঙ্গে সবসময় ছাতা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
অন্যদিকে ভারী বৃষ্টির দাপট দেখবেন উত্তরবঙ্গের বাসিন্দারা। সবথেকে ভারী বর্ষণ হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। ইতিমধ্যে এই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন।