পূর্বাভাসই সত্যি হল, বৃহস্পতিবার ভোররাত থেকে ঝমঝমিয়ে বৃষ্টি নামল কলকাতা শহর ও শহরতলির বেশ কিছু জায়গায়। আজ শহরবাসীর ঘুম ভেঙেছে মেঘলা আকাশ দেখে ও বৃষ্টির আওয়াজ শুনে। যদিও আচমকা এহেন আবহাওয়া বদলের জেরে চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ। অফিস, স্কুল, কলেজ টাইমে এহেন ঝমঝমিয়ে বৃষ্টি অনেকেরই অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে অনেকেই আছেন যারা কাকভেজা হয়ে গিয়েছেন। যাই হোক, এহেন আবহাওয়া বদলের জেরে শহরের পারদ এক ধাক্কায় অনেকটাই কমেছে বৈকি। কতদিন এমন আবহাওয়া থাকবে? কত দিন এরকম বৃষ্টির দাপট চলবে? এই প্রসঙ্গে বড়সড় আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
জানা যাচ্ছে, বঙ্গ-ওড়িশা উপকূলের দিকে ধেয়ে আসছে একটি নিম্নচাপ। এদিকে এই নিম্নচাপের দাপটের কারণে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস বলছে, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর ও ২৪ পরগণায় ১৩ থেকে ১৫ই সেপ্টেম্বর মাঝারি থেকে ভারী ও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি এই নিম্নচাপের প্রভাবে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। যদিও এই নিম্নচাপটি ধীরে ধীরে ওড়িশা উপকূলের দিকে সরে যাবে। আজ সুন্দরবনের মানুষদের ক্ষেত্রে চরম সতর্কতা জারি করা হয়েছে। এদিন পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কাপ্রকাশ করেছে আলিপুর মৌসম ভবন। এখনই কিন্তু এই বৃষ্টির দাপট থামবে না। কারণ পিকচার অভি বাকি হ্যায়।
আজ থেকে দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির পরিমাণ বাড়বে। এক ধাক্কায় তাপমাত্রা কমবে ২ থেকে ৩ ডিগ্রি। এই বৃষ্টির দাপট চলবে উত্তরবঙ্গেও (North Bengal)। বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে।