সকাল থেকেই উধাও বৃষ্টি। উল্টে ভ্যাপসা গরমে নতুন করে নাভিশ্বাস উঠতে শুরু করেছে মানুষের। প্রখর রোদে রাস্তায় বেরনো যেন অসম্ভব হয়ে পড়েছে। আপাতত এমনই আবহাওয়া কয়েকদিন বজায় থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা। যদিও বিক্ষিপ্ত বৃষ্টি এখনই পিছু ছাড়বে না কলকাতার (Kolkata) বলে খবর। যদিও রবিবাসরীয় দুপুরের আকাশ আলাদাই ইঙ্গিত দিচ্ছে। ভ্যাপসা গরম থাকলেও ধীরে ধীরে কালো মেঘে ঢাকছে আকাশ।
আজ বিকেলের পর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে (South bengal) ঝেঁপে বৃষ্টি নামতে চলেছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। ফলে আপনারও যদি বিকেলে ঘুরতে যাওয়ার বা পুজোর শপিং করতে যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে ছাতা সঙ্গে নিয়ে বেরোতে কিন্তু ভুলবেন না। ছাতা সঙ্গে না থাকলেই হতে পারে বিপদ। হালকা বৃষ্টি হতে পারে কলকাতা শহর ও শহরতলির জেলাগুলিতে। এছাড়া বজ্র-বিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে।
হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। সোমবারের পর বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। বরং উল্টে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের।
আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের দুই জেলা যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের জন্য চরম সতর্কতা জারি করা হয়েছে। বাকি কয়েকটি জেলা যেমন কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের আশঙ্কা রয়েছে।