নভেম্বর মাসের মাঝামাঝি হতে চলল। বছর শেষ হতেও এমন কিছু আর বেশি দেরি নেই। যদিও কিছুতেই যেন পিছু ছাড়তে চাইছে না নাছোড়বান্দা নিম্নচাপ, বৃষ্টি। চলটি বছরে বেশিরভাগ দিন অসময়ের বৃষ্টিতে একপ্রকার নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে বাংলার মানুষের। সেইসঙ্গে নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে এসে গেলেও শীতের যেন দেখা নেই। যে কারণে বেজায় মন খারাপ সকলের।
দুর্গাপুজোর পর থেকেই বাংলায় কিছুদিনের জন্য মনোরম আবহাওয়ার সাক্ষী থাকছিলেন মানুষ। তাপমাত্রাও বেশ খানিকটাই নেমে গিয়েছিল। যদিও হঠাৎ করেই যেন সবকিছু পণ্ড করে দিল ভিলেন নিম্নচাপ। ইতিমধ্যে সকাল থেকে রাজ্যের আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা দিয়েছে। যেকোনো সময় বৃষ্টি নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এরই মাঝে রাজ্যের আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর যা আপনারা শুনে রাখা জরুরী বৈকি। আপনিও যদি বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা করে থাকেন বা ইতিমধ্যে বাড়ির বাইরে রয়েছেন তাহলে ঝটপট পড়ে ফেলুন এই প্রতিবেদনটি। আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, আজ বৃহস্পতিবার যতই বেলা গড়াবে ততই বৃষ্টির আশঙ্কা তৈরি হবে ধীরে ধীরে।
আর এই নাছোড়বান্দা বৃষ্টি চলবে আগামী শনিবার অবধি বলে খবর। এই বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না শহর কলকাতাও। কোনও কোনও জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে এই নভেম্বর মাসে। সাম্প্রতিক সময়ে তাপমাত্রার নিম্নমুখী হওয়ার কারণে স্বস্তি ফিরে ছিল সাধারণ মানুষের মধ্যে। যদিও এই নাছোড়বান্দা বৃষ্টির কারণে ফের একবার দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও হু হু করে বাড়তে পারে বলে জানা যাচ্ছে।
আজ দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এমনকি মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার পরেও নিষেধাজ্ঞা অবধি জারি করা হয়েছে ইতিমধ্যে। এছাড়া যারা সমুদ্রে রয়েছেন তাদেরকে ফিরে আসার বার্তাও দেওয়া হয়েছে। আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিসের মতে, কলকাতায় বৃষ্টির পাশাপাশি উপকূলবর্তী জেলা অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল সংলগ্ন জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ থেকে শনিবার অবধি বলে খবর।