আর কিছুক্ষণেই ভারী দুর্যোগ, দক্ষিণবঙ্গের এই জেলাগুলোয় ধেয়ে আসছে বিপদ! অ্যালার্ট আবহাওয়া দফতরের

দক্ষিণবঙ্গের (South Bengal) আবহাওয়া নিয়ে আবারও একবার বড় পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আপনিও যদি বাড়ির বাইরে থেকে থাকেন এবং খটখটে রোদ দেখে ছাতা না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে বিপদে পড়তে পারেন। কারণ বিকেলের মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। হ্যাঁ ঠিকই শুনেছেন। ভ্যাপসা গরমের মাঝেই এই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। কোথায় কোথায় বৃষ্টি হবে জানেন? হাওয়া অফিস জানাচ্ছে, আজ সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথাও ভারী বৃষ্টি না হলেও হালকা বৃষ্টির সাক্ষী থাকবেন মানুষ।

এদিন ১৫টি জেলায় অর্থাৎ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এদিকে শহর কলকাতায় (Kolkata) প্রবল গরম বাড়বে। সকাল থেকে দু একবার ছিঁটেফোঁটা বৃষ্টিও হয়েছে। তবে সুসার কিছুই হয়নি। বরং পারদ কমার বদলে আরও বেড়ে গিয়ছে। যে কারণে শহরবাসীর অবস্থা কাহিল হয়ে পড়ছে।

অন্যদিকে আজ কেমন পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গের (North Bengal) নিশ্চয়ই ভাবছেন? সেই নিয়েও চরম পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন। হাওয়া অফিসের মতে, আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি পরিমাণে বৃষ্টি হবে। এদিকে আগামীকাল থেকে নতুন করে বদলাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। হতে পারে ভারী বৃষ্টি। সেইসঙ্গে তাপমাত্রাতেও বেশ হেরফের লক্ষ্য করা যাবে বলে দাবি করছেন আবহাওয়াবিদরা।

এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, তেলেঙ্গানা, মারাঠওয়াড়া, সিকিম, অরুণাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, অভ্যন্তরীণ কর্ণাটক, কেরালায় হালকা বৃষ্টি হতে পারে।