আর মাত্র কিছুক্ষণ, তারপরেই দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় প্রবল বৃষ্টি ধেয়ে আসছে। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আপনিও কি বিকেলে বাইরে যাওয়ার জন্য পরিকল্পনা করে বসে আছেন? তাহলে আরও ১০ বার ভাবুন বাড়ি থেকে বেরনোর আগে। কারণ যখন তখন বৃষ্টি নামতে পারে। এই নাছোড়বান্দা বৃষ্টির কারণে আপনার ঘুরতে যাওয়ার আনন্দটা মাঠে মারা যেতে পারে।
আবহাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ বাংলাদেশের (Bangladesh) ওপর একটি জোরালো ঘূর্ণাবর্তের (Vortex) সৃষ্টি হয়েছে। এদিকে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী অক্ষরেখা। ফলে এই দুইয়ের দাপটে বাংলার মানুষের অবস্থা নাজেহাল করতে ঝেঁপে বৃষ্টি আসছে বলে সাফ ইঙ্গিত দিয়ে দিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ হু হু করে বাড়বে। বিশেষ করে আজ বৃহস্পতিবার দফায় দফায় বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। ইতিমধ্যে দুপুর ১২টার পরে এক দফা বৃষ্টি হয়ে গিয়েছে তিলোত্তমায়। তবে এখনই থামছে না এই বারিধারা। হাওয়া অফিস জানাচ্ছে, আজ ১৭ থেকে আগামী ২৪ অগাস্ট পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
আগামী কয়েকদিন দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে চলেছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
আরও পড়ুনঃ পানশালা খুলে ব্যবসা করার অনুমতি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার! এভাবে খুব সহজেই পেয়ে যান মদের লাইসেন্স
এই জায়গাগুলিতে আজ বজ্রবিদ্যুৎ (Thunderstorm) সহ বৃষ্টি হবে। আগামী দিনেও একই পরিস্থিতি বজায় থাকবে। আজ সবথেকে বেশি বৃষ্টির সাক্ষী থাকতে চলেছেন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রম এবং দক্ষিণ ২৪ পরগনার মানুষ। বিকেলের পর তুমুল বৃষ্টির আশঙ্কা রয়েছে রাজ্যজুড়ে। মৌসম ভবনের তরফে ইতিমধ্যে হলুদ সতর্কতা অবধি জারি করে দেওয়া হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফে এই জেলাগুলোর জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।