৫০ টাকা বেতনের চাকরি থেকে শুরু করেন নিজের ব্যবসা, আজ ১২০০ কোটির মালিক

আজ আমরা আপনাদের ৫৫ বছর বয়সী বেঙ্গালুরুর অরুণ স্যামুয়েল এর কথা বলতে চলেছি, যিনি মাত্র ১৭ বছর বয়সেই ৫০ টাকা পারিশ্রমিকে ডোর-টু-ডোর সেলসম্যান হিসাবে ওয়াটার পিউরিফায়ার বিক্রি করতেন, আর আজ তিনি ১,২০০ কোটি টাকার মালিক! তার কোম্পানিতে এখন কাজ করছে ৮,৫০০ এরও বেশি কর্মী। এই প্রতিবেদনে আমরা তার সাফল্যের কাহিনীই জানতে চলেছি, কীভাবে এই সাফল্যের দোরগোড়ায় পৌঁছালেন তিনি।

অরুণ স্যামুয়েল এখন উইংস গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান এবং এমডি। বর্তমানে এই কোম্পানিটি সারা দেশে নামিদামী ব্র্যান্ড গুলোর মার্কেটিং, ব্র্যান্ডিং এবং প্রচার এর দায়িত্বে থাকে। ১৯৯৪ সালে ২৮ জনকে নিয়ে তিনি এই সংস্থা শুরু করেছিলেন। আর আজ দেশের কোণায় কোণায় রয়েছে তার অফিস। জানলে অবাক হবেন সেলসম্যানের কাজ করা অরুণ এখন ভারতের ৬৭ শতাংশ IT কোম্পানির সাথে কাজ করেছেন।

নিজের সফলতা সম্পর্কে অরুণ বলেন, “ ১৯৮৪ সালে, আমি ডোর-টু-ডোর মার্কেটিং কাজের কথা জানতে পারি। এরপরই আমি সেখানে কাজ জেনে ইন্টারভিউ দিয়েছিলাম এক কোম্পানিতে। তারপর সেখানে চাকরি পেয়েছিলাম। এরপর মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ওয়াটার পিউরিফায়ার বিক্রি করতে হতো। তখন একটি ওয়াটার পিউরিফায়ার এর দাম ছিল ১৭০ টাকা। সেখানে প্রতিদিন ৫০ টাকা বেতনে কাজ করতাম আমি। ”

১৯৮৫ তে কাজ শুরু করার পর নিজের পরিশ্রমের কারণে শীঘ্রই কোম্পানিতে পদোন্নতি পেয়ে যান। এরপর সেই বছরই একজন সহযোগীর সাথে AERO Promotion নামে একটি বিক্রয় ও প্রচার সংস্থা শুরু করেন তিনি। তার প্রথম গ্রাহক ছিল টিজিএল কুইক ফুডস, যেটি ইনস্ট্যান্ট ফুড বিক্রি করত।

অরুণ জানান যে, তারা টাটা টি এবং টমকো (টাটা অয়েল মিলস কোম্পানি) এর মত বড় কোম্পানির সাথেও কাজ করেছেন। টমকো কোম্পানিকে বাজারে বিখ্যাত করে তোলেন তারা। এরপর হিন্দুস্তান ইউনিলিভার, ম্যারিকো এবং IFB, বোশের মতো অন্যান্য নামী ব্র্যান্ডগুলির সাথেই কাজ করেন তারা।

arun samuel inspiration

বর্তমানে ভারতের ৬৭% আইটি কোম্পানির সাথে কাজ করেছেন তারা। এরপর গত পাঁচ বছরে কোম্পানি ৫০ কোটি থেকে ১৫০ কোটি টাকা এরপর এখন ১২২৪ কোটি টাকার কোম্পানিতে পরিণত হয়েছে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button