রেশন কার্ড থাকলে প্রতিমাসে পেট্রোলে ২৫০ টাকা ভর্তুকি! এভাবে নিতে পারবেন সুবিধা

ভারত সরকার বিশ্বের সবচেয়ে বড় খাদ্য সুরক্ষা প্রকল্প চালাচ্ছে ভারতে (India)। এবার আপনিও যদি বিনামুল্যে রেশন (Rationing) প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে আজ আপনাদের জন্য খবর আছে। এর আগেও বহুবার সরকার গ্রাহকদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ন ঘোষণা করেছে। এবার এসেছে নতুন এক আপডেট।
সূত্রের খবর, সম্প্রতি ঝাড়খণ্ড (Jharkhand) সরকার টু-হুইলার মালিকদের জন্য বড় ঘোষণা করেছে। জানা গেছে এবার থেকে প্রত্যেক টু হুইলার মালিক পেট্রোলের উপর ২৫০ টাকার ভর্তুকি পাবেন। তবে এর জন্য রয়েছে কিছু বিশেষ শর্তও। আর এরমধ্যেই এই নিয়ে একটি গুজবও ছড়িয়েছে দেশজুড়ে।
অনেকেই ধারণা করছেন যে, পেট্রলে ভর্তুকি নেবে, তাদের রেশন কার্ড (Ration Card) বাতিল করা হবে। তবে জানিয়ে রাখি, এই গুজবটি একেবারেই ভুয়ো। সম্প্রতি এই প্রসঙ্গে ঝাড়খণ্ডের অর্থমন্ত্রী রামেশ্বর ওরাওঁ জানিয়েছেন, টু-হুইলার ব্যবহারকারীদের এই ভুল বোঝাবুঝি দূর করা হবে।
আসলে অনেকেই ভয়ে পেট্রোলের ভর্তুকির জন্য আবেদন জমা করছেন না। তবে তাদের সেই ভয় দূর করতে ঝাড়খণ্ডের অর্থমন্ত্রী জানিয়েছেন, যার যার বাইক আছে এবং সরকারি রেশন নেয় তারা সবাই এই ভর্তুকির দাবিদার। পাশাপাশি মিথ্যা গুজব নিয়েও নিজের বয়ান দিয়েছেন তিনি।
অর্থমন্ত্রীর কথায়, ‘একটি গুজব ছড়ানো হয়েছে যে, পেট্রলে ভর্তুকি নিলেই নাকি রেশন কার্ড বাতিল করা হবে। মূলত দুটি কারণে সাধারণ মানুষ রাজ্য সরকারের এই প্রকল্পের সুবিধা নিতে পারছে না। তার প্রথম কারণটি হল গুজব ছড়িয়ে পড়া ও দ্বিতীয়টি হল, এতদিন এই ভর্তুকি পেতে সেন্টারে গিয়ে আবেদন করতে হত।
তবে এই অযাচিত সমস্যা দূর করতে নিজেই উদ্যোগ নিয়েছে সরকার। অর্থমন্ত্রী নিজ উদ্যোগে মাঠে নেমেছেন। তিনি জানিয়েছেন, ‘গ্রামের বেশিরভাগ মানুষই সেকেন্ড হ্যান্ড টু-হুইলার চালান। তারা এক্ষেত্রে সুবিধা পেতে পারেন।’ জানা গেছে, রেশন ডিলারের থেকে স্ট্যাম্প নিয়েও আবেদন জানাতে পারবেন নাগরিকরা। প্রসঙ্গত উল্লেখ্য, এই ভর্তুকি স্কিমের আওতায় প্রতি মাসে ১০ লিটার পেট্রলের উপর ২৫০ টাকা ভর্তুকি পাবে সাধারণ মানুষ।