অবশেষে এল সুখবর, এই দিন বাড়বে DA! উৎসবের মধ্যে সরকারি কর্মীদের মুখে ফুটল হাসি

চলতি বছরটা মোটের উপর কেন্দ্রীয় সরকারী কর্মী (Employee) থেকে শুরু করে একাধিক রাজ্যের সরকারি কর্মীদের ভালই কাটলো। কারণ চলতি বছরই এক ধাক্কায় অনেকটাই ডিএ বা মহার্ঘ্য ভাতা (Dearness Allowance) বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে একের পর এক রাজ্য সরকার DA থেকে শুরু করে বোনাস বাড়িয়েছে নিজেদের সরকারি কর্মীদের।

   

এদিকে পশ্চিমবঙ্গের (West Bengal) সরকারি কর্মীদের কপাল একপ্রকার ফুটোই বলা চলে। দিনের পর দিন ধরে বিক্ষোভ দেখিয়েও কেন্দ্রীয় হারে বা বকেয়া ডিএ অবধি মেলেনি। এমনকি সুপ্রিম কোর্টের রায় শুনেও একপ্রকার মুষড়ে পড়েছেন রাজ্য সরকারী কর্মীরা। কারণ DA মামলার শুনানি সামনের বছর অর্থাৎ ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে পিছিয়ে গিয়েছে।

যদিও এসবের মাঝেই ফের একবার কেন্দ্রীয় সরকার বড় রকমের সিদ্ধান্ত নিতে চলেছে। যার পর থেকে সরকারি কর্মীদের মধ্যে এক প্রকার খুশির জোয়ার বইছে। দুর্গাপুজো, নবরাত্রির ঠিক আগে সরকারী কর্মীদের মহার্ঘ্য ভাতা (ডিএ) বাড়ানো হয়েছিল। একই সঙ্গে বোনাস ও বকেয়া অর্থও পেয়েছেন সকলে। তবে, এখন আরেকটি আপডেট তাদের আনন্দ দ্বিগুণ করতে পারে।

এবার নতুন বছরে বড় উপহার পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। নতুন বছরটা শুরুই হয়তো হবে চমক দিয়ে। আবারও বেতন বাড়বে কেন্দ্রীয় কর্মচারীদের। জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের এআইসিপিআই সূচকের সংখ্যা এসেছে। অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরের পরিসংখ্যান এখনও আসেনি। এখন পর্যন্ত তা বেড়েছে ২ দশমিক ৫০ শতাংশ। বর্তমান ডিএ হার ৪৬ শতাংশ।

da government employee pension

যদিও সপ্তম বেতন পে কমিশন অনুযায়ী সরকারি কর্মীদের দিয়ে ২.৫ শতাংশ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরে যদি এই হারে ডিএ বাড়তেই থাকে, তাহলে মহার্ঘ ভাতা ফের ৪ শতাংশ হারে বাড়তে পারে জানুয়ারিতে।  তাহলে সরকারী কর্মীদের ডিএ পরের বছর বেড়ে দাঁড়াবে ৫০ শতাংশ।