পুজোর আগে রাজ্যবাসীকে ১০ হাজার টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার! এভাবে আপনিও পেতে পারেন সুবিধা

আপনিও কি পশ্চিমবঙ্গের (West Bengal) বাসিন্দা? আপনিও কি চাষবাস করেন? তাহলে আপনার জন্য রইল দারুণ খবর। এবার পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal) চাষিদের (Farmers) ১০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর এই সিদ্ধান্তের কারণে দুর্গাপুজোর আগে চাষিদের মধ্যে খুশির হাওয়া বইছে। কিন্তু রয়েছে কিছু শর্ত। এত সহজে কিন্তু এই টাকা মিলবে না। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের জন্য একটি বড় ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দ্বিগুণ করা হচ্ছে। কৃষক বন্ধু (Krishak Bondhu) যোজনার আওতায় রাজ্যের বহু চাষিকে আর্থিক সাহায্য করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যেসব কৃষক বার্ষিক ৫,০০০ টাকা আর্থিক সহায়তা পেতেন, তারা এখন ১০,০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। একই সঙ্গে ক্ষুদ্র কৃষকদের বছরে ৪ হাজার টাকা করে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের মোদী সরকারের পিএম কিষান যোজনায় বছরে একজন কৃষক ৬,০০০ টাকা অনুদান পান। এদিকে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে এবার থেকে চাষিরা ১০,০০০ টাকা করে পাবেন।

সরকারি সূত্রে খবর, এই বছর দুর্গাপুজোর আগেই কৃষক বন্ধুর দুটি কিস্তির অর্থ‌ই দিয়ে দেওয়া হবে। পশ্চিমবঙ্গ কৃষক বন্ধু প্রকল্পটি সরকার কর্তৃক ১৮ থেকে ৬০ বছর বয়সী কৃষকদের দেওয়া হয়। এই প্রকল্পের আওতায় তালিকায় যার নাম রয়েছে, তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন।

কৃষক বন্ধু যোজনার আওতায় কৃষক ভাইয়েরা বছরে ৫,০০০ টাকা আর্থিক সহায়তা পেতেন, কিন্তু এখন সরকার সুবিধাভোগীদের ১০,০০০ টাকা প্রদান করবে এবং এর পাশাপাশি আবেদনকারীকে ডেথ বেনিফিটও দেওয়া হবে, অর্থাৎ আবেদনকারী মারা গেলে তার পরিবারকে সরকার ২ লক্ষ টাকা দেবে। আবেদনকারীরা পোর্টালে রেসজিস্ট্রেশন করলেই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। নিবন্ধন ছাড়া, তারা এই প্রকল্পের সুবিধাভোগী হতে পারবেন না। যে সব আবেদনকারী তালিকায় নিজের নাম চেক করতে চান তারা সহজেই তাদের মোবাইল ও কম্পিউটারের মাধ্যমে অনলাইন মাধ্যমে তালিকায় নাম চেক করতে পারবেন, তাদের আর অফিসে যেতে হবে না এবং তারা সময় ও অর্থ উভয়ই সাশ্রয় করতে পারবেন।

জানা গিয়েছে, রবিশস্য ও খারিফ শস্য চাষের সময় এই অনুদানের অর্থ পাওয়া যায়। অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে রবিশস্য চাষের টাকা দেয় সরকার। যে সব কৃষকের নাম এই তালিকায় থাকবে, তাঁদের প্রতি বছর ১০,০০০ টাকা করে দেবে সরকার। যার মধ্যে ৫ হাজার টাকা দেওয়া হবে খরিফ মৌসুমে এবং বাকি টাকা দেওয়া হবে রবি মৌসুমে। এই স্কিম থেকে প্রাপ্ত অর্থ আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে, এর জন্য আবেদনকারীর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা প্রয়োজন, সেইসঙ্গে আধার কার্ডের সাথে লিঙ্ক করাও বাধ্যতামূলক।

ladyfinger farming

কৃষক বন্ধু প্রকল্পের তালিকায় নাম থাকলে কৃষকরা শস্য বীমার সুবিধাও পাবেন। এখানে বলে রাখা জরুরি, আপনিও যদি কৃষক বন্ধু প্রকল্পের অর্থ পেতে চান তাহলে আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। কৃষকের ১ একরের কম জমি থাকলে তিনি বছরে ৪,০০০ টাকা অনুদান পাবেন।
এছাড়া কৃষকের জমির পরিমাণ ১ একরের বেশি হলে তিনি বছরে ১০,০০০ টাকা অনুদান পাবেন।