বেতন ২২ হাজার থেকে শুরু, পশ্চিমবঙ্গ সরকারের এই দফতরে বিপুল নিয়োগ! রইল আবেদনের শেষ তারিখ

আপনিও কি পশ্চিমবঙ্গের (West Bengal) বাসিন্দা? হন্যে হয়ে চাকরির সন্ধান করছেন? সরকারী চাকরি করতে ইচ্ছুক? তাহলে আপনার অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আপনার জন্য দারুণ সুযোগ আনল পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal)। আপনারও যদি গুটিকয়েক যোগ্যতা থেকে থাকে তাহলে এবার আপনিও মোটা মাইনের চাকরি করতে পারবেন । এবার চাকরির বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (West Bengal Public Service Commission)। জানা গিয়েছে, ৪৮০ জন সাব-ইন্সপেক্টর গ্রেড III নিয়োগের (Recruitment) জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

খাদ্য ও সরবরাহ বিভাগের গ্রেড-III পদের জন্য এই নোটিস জারি করেছে সরকার। প্রার্থীদের প্রাথমিকভাবে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে। খাদ্য ও সরবরাহ বিভাগের অধীনে উল্লিখিত শূন্যপদে আগ্রহী যোগ্য প্রার্থীদের তাদের যথাযথভাবে পূরণ করা WBPSC ফুড এসআই আবেদন অনলাইন ফর্ম ২০২৩ https://wbpsc.gov.in জমা দিতে হবে।

এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৩ আগস্ট থেকে। আবেদনের শেষ তারিখ ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর।  এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা ডাব্লুবিপিএসসি ফুড এসআই আবেদন অনলাইন ফর্ম ২০২৩-এর অফিসিয়াল লিঙ্ক, আবেদন ফর্ম পূরণের পদক্ষেপ, আবেদন ফি এবং গুরুত্বপূর্ণ তারিখগুলি সম্পর্কে জানতে পারবেন।

চাকরি প্রার্থীদের পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা বা তার সমতুল্য পাস হতে হবে। বাংলায় পড়তে, লিখতে ও কথা বলার ক্ষমতা থাকতে হবে। বেতন হবে ২২,৭০০ টাকা থেকে শুরু করে ৫৮,৫০০ টাকা।  নির্বাচন প্রক্রিয়া হবে লিখিত পরীক্ষা এবং ব্যক্তিত্ব পরীক্ষার মাধ্যমে। উল্লেখিত পদের জন্য লিখিত পরীক্ষা পশ্চিমবঙ্গের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

প্রার্থীদের পরীক্ষার জন্য ১০০ টাকা ফি জমা দিতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী প্রযোজ্য পরিষেবা চার্জ/জিএসটি থাকতে পারে।  যদিও এসসি / এসটি / পিডব্লিউডি প্রার্থীদের জন্য ফি দিতে হবে না। তবে পশ্চিমবঙ্গের ওবিসি প্রার্থীদের উপরোক্ত ফি জমা করতে হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা শুধুমাত্র পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (PSCWB) অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন।

কীভাবে আবেদন করবেন জানেন?

ধাপ ১: https://wbpsc.gov.in ডাব্লুবিপিএসসি-র অফিসিয়াল ওয়েবসাইটে যান।
ধাপ ২:   মূল পৃষ্ঠায় “Current Applications” অপশনে ক্লিক করুন।
ধাপ ৩: এরপর নতুন পেজ খুললে “পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগের অধীন অধস্তন খাদ্য ও সরবরাহ পরিষেবা, গ্রেড -৩-এ সাব-ইন্সপেক্টর পদের জন্য অনলাইনে আবেদন করুন।
ধাপ ৪: আপনার নাম, যোগাযোগের তথ্য, শিক্ষা এবং চাকরির ইতিহাস সহ ফর্মটি পূরণ করুন।
ধাপ ৫: নির্দিষ্ট ফরম্যাটে নিজের একটি ছবি এবং আপনার স্বাক্ষরের একটি স্ক্যান কপি পাঠান।
ধাপ ৬: অনলাইন মোডের মাধ্যমে আপনার আবেদন ফি জমা দিন।
ধাপ ৭: “Submit” বোতামে ক্লিক করুন।
ধাপ ৮: ফাইলে রাখার জন্য অ্যাপ্লিকেশনটির একটি কপি পেয়ে যাবেন।