২০২৪-এ দেড় মাস ছুটি! টানা ১৬ দিন বন্ধ স্কুল, কলেজ, অফিস! তালিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ সরকার

উৎসবের মরসুম শুরু হয়ে গিয়েছে। আর উৎসব মানেই ছুটি। দুর্গা পুজো, কালী পুজো, ভাই ফোঁটা, লক্ষ্মী পুজো… পরপর এখন ছুটির দিন। ফলে সরকারি দফতরেও টানা ছুটি থাকবে। রোজকার দিন যাপনের জন্য সরকারি পরিষেবার ওপর সাধারণ মানুষ নির্ভর করে থাকেন। পুজোর দিন গুলোতে সরকারি অফিস বন্ধ থাকার কারণে অনেকে হয়তো সমস্যায় পড়বেন। সরকারি দফতর কবে কবে বন্ধ থাকবে সেটা আগে থেকে জানলে সমস্যা কিছুটা কম হতে পারে।

   

দুর্গা পুজোর ছুটি এখন মিটে গিয়েছে। এরপর অন্যান্য পুজোর দিন। লক্ষ্মী পুজো চলে গিয়েছে ১৬ অক্টোবর। পুজোর জন্য অতিরিক্ত আরও দুই দিন ছুটি ছিল। মানে সরকারি কাজকর্ম শুরু হয় ১৯ অক্টোবর, পুজোর পর।

তার আগে দুর্গাপুজোর জন্য টানা ছুটি ছিল। সোমবার চতুর্থী পড়েছিল। তার আগে ছিল শনি ও রবিবার। ফলে ৫ অক্টোবর দ্বিতীয়ার দিন থেকে পুজোর ছুটি কার্যত শুরু হয়ে গিয়েছিল। এরপরই শুরু হচ্ছে লক্ষ্মী পুজো। সব মিলিয়ে এই দুই পুজো মিলিয়ে সরকারি কর্মীরা টানা দুই সপ্তাহ ছুটি পাচ্ছেন।

mamata holiday

সব মিলিয়ে যদি ২০২৪ সালের মোট ছুটির কথা বলা হয়, তাহলে সেটা প্রায় দেড় মাসের। সব মিলিয়ে সরকারি কর্মীরা ২০২৪ সালে ৪৫ টি ছুটি পাবেন। ন্যাশনাল ইম্পর্ট্যান্স আইন তথা এনআই অ্যাক্টে ২০২৪ সাল অনুযায়ী, ছুটি থাকবে ২২ দিন। সেই সঙ্গে রাজ্য সরকারের (Government Of West Bengal) ছুটি থাকবে ২৩ দিন। অর্থাৎ জরুরি পরিষেবার কথা যদি বাদ দেওয়া হয় তাহলে বছরে মোট ৪৫ দিন ছুটি পাচ্ছেন রাজ্য সরকারের কর্মীরা।