মিলবে আরও বেশি টাকা! পুজোর আগে সরকারি কর্মীদের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের

সরকারী চাকরি (Employment) পাওয়া মানে হল একপ্রকার ভাগ্যের ব্যাপার। কারণ সরকারী চাকরি মানেই হল হরেক রকম সুবিধা লাভ করা। ছুটি থেকে শুরু করে বাড়তি বেতন, পদোন্নতি, অন্যান্য ভাতা, সুযোগ সুবিধা সহ আরও অনেক কিছু আছে যা সরকারী কর্মচারীরা নিজেদের চাকরি জীবনে ও অবসরের পর পেয়ে থাকেন। আপনি যদি সরকারী কর্মচারী হয়ে থাকেন তাহলে অবসরের পর পেনশন (Pension) পেয়ে থাকবেন।

আপনিও যদি পশ্চিমবঙ্গের (West Bengal) বাসিন্দা হয়ে থাকেন এবং সর্বোপরি প্রাক্তন সরকারী কর্মচারি হয়ে থাকেন তাহলে আপনার জন্য রইল একটি জরুরি খবর। বিশেষ করে আপনার জন্য বড় রকমের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal)। এই সিদ্ধান্তের জেরে আপনার মুখে হাসি ফুটতে পারে। পেতে পারেন অনেকটাই টাকা। আপনিও কি জানতে চান যে সরকার আপনার জন্য কী সিদ্ধান্ত নিয়েছে? তাহলে আপনিও আর দেরী না করে এই প্রতিবেদনটি ঝটপট পড়ে ফেলুন।

আপনিও যদি সরকারী কর্মচারী হয়ে থাকেন তাহলে জানবেন চাকুরিজীবীরা বেতনের পাশাপাশি সব ধরনের ভাতাও পান। এই ভাতাগুলির মধ্যে একটি হ’ল গ্র্যাচুইটি, যা একটি নির্দিষ্ট সময়ের জন্য কোনও সংস্থা বা নিয়োগকর্তার সাথে কাজ করার পরিবর্তে দেওয়া হয়। যদিও সমস্ত কর্মচারী গ্র্যাচুইটি পাওয়ার অধিকারী, তবে নিয়মে অনেক পার্থক্য রয়েছে। আর এই গ্র্যাচুইটি নিয়েই বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এক ধাক্কায় টাকার পরিমাণ অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে সরকারের তরফে। সরকারের সিদ্ধান্তের কারণে উপকৃত হবেন বেশ কয়েকটি দপ্তরের রাজ্য সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীরা।

pension mamata

রাজ্যের অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, সর্বোচ্চ গ্রাচুইটির পরিমাণ বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হয়েছে।  সমস্ত অবসরপ্রাপ্ত কর্মচারী ১৯৭২ সালের গ্রাচুইটি আইনের আওতাধীন আছেন তারা এই সুবিধা পাবেন। এই নির্দেশ কার্যকর হবে ২৯ মার্চ ২০১৮ থেকে। এখানে বলে রাখা জরুরি, এই সময়ের মধ্যে যারা অবসর গ্রহণ করেছেন তারা এরিয়ার হিসাবে বাকি টাকা পেয়ে যাবেন। অর্থ দপ্তরের তরফে জারি করা এক নোটিশ অনুযায়ী, কিছু সরকারি সংস্থা, স্বশাসিত সংস্থা, কর্পোরেশন এর ক্ষেত্রে এই গ্রাচুইটির পরিমাণ ২০ লক্ষ টাকা করা হলো।