টোটোর দৌরাত্ম্য ঠেকাতে কড়া অ্যাকশন পশ্চিমবঙ্গ সরকারের! জারি ৬ দফার গাইডলাইন

ট্রেন, বাসের পাশাপাশি বাংলার মানুষের মধ্যে আরও একটি যানবাহনের জনপ্রিয়তা তুঙ্গে রয়েছে। আর সেটি হল টোটো। ছোট অথচ দ্রুত গতিতে পশ্চিমবঙ্গের (West Bengal) বিভিন্ন জেলায় জেলায় ছুটে বেড়ায় এই টোটো। অনেকেই আছেন এই টোটোতে উঠতে ভালোবাসেন। যদিও এই টোটোই মানুষের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

যত সময় এগোচ্ছে ততই যেন এই টোটোর দৌরাত্ম্য বেড়েই চলেছে। আর এই নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের (Government Of West Bengal) কাছে ভুরি ভুরি অভিযোগ অবধি জমা পড়েছে। এদিকে এই দৌরাত্ম্যের বিষয়টি মাথায় রেখে চরম পদক্ষেপের পথে হাঁটল নবান্ন। রাজ্য সরকারের এহেন সিদ্ধান্তের কারণে অনেকেই একপ্রকার সমস্যায় পড়তে চলেছেন বলে অনুমান। দৌরাত্ম্য রুখতেই কার্যত এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে।

কী সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার নিশ্চয়ই আপনিও জানতে চান? রাজ্যের তরফে বেপরোয়া টোটোর দৌরাত্ম্য কমাতে ৬ দফা গাইডলাইন জারি করেছে রাজ্য সরকার। আপনিও যদি টোটো চালক বা ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে এই গাইডলাইন সম্পর্কে জেনে নিন।

wb toto

প্রথমত হল কোনও ব্যক্তি রাজ্য অথবা জাতীয় সড়কে টোটো নিয়ে উঠতে পারবেন না। দ্বিতীয়ত হল  যানজট ঠেকাতে টোটো চালকদের মধ্যে সময় ভাগ করে একবেলা একবেলা করে টোটো চালাতে হবে। এছাড়া আপনার যদি একের অধিক টোটো থেকে থাকে তাহলে সাবধান। রাজ্য সরকার সাফ জানিয়ে দিয়েছে, একজন ব্যক্তির কেবলমাত্র একটিই টোটো থাকবে। এছাড়া ইচ্ছে মতো যে কোনও এলাকায় ঢুকে পড়ে তাহলে তা হবে না। নির্দিষ্ট এলাকা ভাগ করে নিতে হবে নিজেদের মধ্যে। সর্বোপরি অবৈধ টোটো তৈরি বন্ধ করতে হবে।