মুকুব বিদ্যুতের বিল, নতুন কানেকশনে …! রাজ্যবাসীর জন্য বিরাট ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আপনিও কি পশ্চিমবঙ্গের (West Bengal) বাসিন্দা? তাহলে আপনার জন্য রইল এক জরুরি খবর। গরম ও অস্বস্তিকর আবহাওয়ার মাঝে বড় সিদ্ধান্তের পথে হাঁটল রাজ্য বিদ্যুৎ দফতর, জানা গিয়েছে, আপনিও যদি নতুন বিদ্যুতের কানেকশন (Electricity) নিতে চান তাহলে আপনার জন্য পশ্চিমবঙ্গ সরকারের (Government Of West Bengal) তরফে এক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুতের নতুন কানেকশন ও বকেয়া বিলের ওপর এককালীন মকুবের সুবিধা মিলবে এবার থেকে।

আপনিও যদি নতুন কানেকশন নিতে চান তাহলে আপনাকে রাজ্য বিদ্যুৎ দফতরে আবেদন করতে হবে। এর পাশাপাশি আপনি যদি নতুন কানেকশনের জন্য আবেদন করে থাকেন তাহলে ৩ দিনের মধ্যে পর্যবেক্ষন করে কোটেশন দেওয়া হবে। এরপর এই প্রক্রিয়া শেষে টাকা দেওয়ার মাত্র ৪ দিনের মধ্যে আপনি নতুন বিদ্যুৎ কানেকশন পেয়ে যাবেন।

শুধু তাই নয়, আপনারও যদি দীর্ঘদিন ধরে বিদ্যুতের বিলের টাকা দেওয়া বাকি থেকে থাকে তাহলেও চিন্তা করবেন না। কারণ তাঁদের জন্যেও নেওয়া হয়েছে বড় সিদ্ধান্ত। এক্ষেত্রে ডোমেস্টিক বিদ্যুৎ গ্রাহক যাদের বিল বহুদিন ধরে বাকি পড়ে রয়েছে  তাঁরা ৩১.১২.২০১৮ পর্যন্ত বকেয়া বিলের ৫০ শতাংশ এককালীন দিতে হবে। আর বাকি ৫০ শতাংশ টাকা মকুব করা হবে। এমনকি সারচার্জও মকুব করা হবে।

এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো, ব্যক্তিগত বা বেনিফিসিয়ারি কমিটি দ্বারা পরিচালিত স্যালো, ডিপ টিউবওয়েল, আর এল আই সংক্রান্ত বিদ্যুৎ গ্রাহক যাদের টাকা বকেয়া রয়েছে তাঁদেরই ৫০ শতাংশ এককালীন মকুব করা হবে। এর জন্য আপনাকে সেপ্টেম্বর মাসে রাজ্য সরকারের তরফে আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে হবে।