দেশের সাধারণ মানুষের কাছে রেশন কার্ডের (Ration Card) গুরুত্ব অপরিসীম। কোনও কাজে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নথি হিসেবে হোক বা খাদ্যের যোগান…এই রেশন কার্ডের গুরুত্ব-এর শেষ নেই। ভারতে গরীব মানুষের সংখ্যাটা বেশ অনেকটাই। এই মানুষগুলোকে জীবনযাপন করতে গিয়ে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।
দেশের অনেক মানুষের অর্থনৈতিক অবস্থা এতটাই দুর্বল যে তারা রেশনও কিনতে পারছেন না। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার এই দরিদ্র পরিবারগুলিকে রেশন সহায়তা দিচ্ছে। সরকার রেশন কার্ডের মাধ্যমে পরিবারের সদস্যদের সংখ্যার ভিত্তিতে তাদের রেশন বিতরণের কাজ করে। এজন্য সরকার সারা দেশের অনেক দোকানে রেশন বিতরণের দায়িত্ব দিয়েছে। রেশন কার্ড কেবল রেশন পাওয়ার জন্য ব্যবহৃত হয় না, এটি একটি গুরুত্বপূর্ণ নথি হিসাবেও ব্যবহৃত হয়।
যাইহোক, আপনারও যদি রেশন কার্ড থেকে থাকে বা রেশন কার্ড বানানোর পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য রইল এক জরুরি খবর। এই রেশন কার্ড সংক্রান্ত সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। আর এই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal)। পরিবারের প্রধান কে এই নিয়ে অনেক পরিবারের মধ্যেই নিত্য অশান্তি লেগেই রয়েছে।
এমনকি রেশন কার্ড করাতে এসে অনেকেই আছেন রেশন কার্ডে পরিবারের প্রধানের নাম লেখাতে গিয়ে একপ্রকার হোঁচট খান। এতদিন রেশন কার্ডের আবেদনের ক্ষেত্রে পরিবারের প্রধানের নাম লেখা বাধ্যতামূলক ছিল। যদিও এতদিনের নিয়মে এবার খুব সম্ভবত ইতি পড়তে চলেছে। জানা গিয়েছে, সম্প্রতি রাজ্যের একটি শিবির পরিদর্শনে গিয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ নাকি জানতে পারেন রেশন কার্ডের আবেদনে পরিবারের প্রধানের নাম লেখা নিয়ে গ্রাহকদের একাংশের মধ্যে আপত্তির উৎপত্তি হচ্ছে। এমনকী কয়েকজন আবার পরিবারের এরপরই দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী। খাদ্য দফতরের অন্যান্য কর্তাদের সঙ্গে বসে মন্ত্রী রথীন ঘোষ সিদ্ধান্ত নেন যে এখানে পরিবারের প্রধান হিসাবে কারোর নাম উল্লেখ করা না থাকলেও চলবে। অর্থাৎ যার রেশন কার্ড শুধু তার নাম থাকলেই হবে।