অনেকে হয়তো বলবেন যে রেশন কার্ড (Ration Card) আবার কোন কাজে লাগে। কিন্তু আপনারা হয়তো জানেন না যে দেশে এমন বহু মানুষ রয়েছেন যারা রেশনর কার্ডের ভরসায় দিন গুজরান করেন। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেই (West Bengal) এমন অনেক মানুষ রয়েছেন। প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, ভারতে ৯০ কোটির বেশি মানুষের কাছে রয়েছে রেশন কার্ড। পশ্চিমবঙ্গে রেশন কার্ড হোল্ডারদের সংখ্যা প্রায় কয়েক কোটি বলে অনুমান। সম্প্রতি রেশন কার্ড নিয়ে মানুষের মধ্যে অনেক কিছু শোনা যাচ্ছে।
হাইস্পিড নেট মাধ্যমের যুগে কোনো কিছু রটতে খুব বেশি সময় লাগে না। রেশন কার্ড সংক্রান্ত জল্পনা তাই চলছে পুরো দমে। ঠিক কী জানা যাচ্ছে রেশন কার্ড সম্পর্কে? অনেকের দাবি, যার যতটা রেশন প্রাপ্য তাকে ঠিক ততটাই রেশন সামগ্রী দেওয়া হবে। এ জন্য বিভিন্ন রকমের রেশনের কার্ডের উল্লেখ রয়েছে। এছাড়াও শোনা যাচ্ছে, কার কতটা রেশন সামগ্রী পাওয়ার অধিকার রয়েছে সেটা নির্ধারণ করার জন্য যাচাই করা হবে কার্ড হোল্ডারদের তথ্য।চলতি বছরের সেপ্টেম্বর মাসে সরকারের তরফ থেকে রেশন সম্পর্কে তালিকা প্রকাশ করা হয়েছে।
• যাদের কাছে AAY ration card রয়েছে তারা ১৩ কেজি ৩০০ গ্রাম আটা বা গম এবং ২১ কেজি চাল পাবেন বলে জানা গিয়েছে। সেই সঙ্গে দেওয়া হবে চিনি।১৩ টাকা ৫০ পয়সা হারে ১ কেজি চিনি দেওয়া হবে রেশন সামগ্রী হিসেবে।
• যাদের কাছে PHH Ration কার্ড রয়েছে তারা পাবেন মাথাপিছু এক কেজি ৯০০ গ্রাম আটা বা ২ কেজি গম। আটা গমের পাশাপাশি চাল দেওয়া হবে মাথাপিছু ৩ কেজি করে।
• যাদের কাছে SPHH Ration কার্ড রয়েছে তারা রয়েছে তাদের জন্য বিশেষ কোনো আপডেট আপাতত পাওয়া যায়। এই ধরণের রেশন কার্ড হোল্ডারদের রেশন সামগ্রী তালিকায় কোনো বদল করা হয়নি।
• যাদের কাছে RKSY-1 Ration কার্ড রয়েছে তারা সরকারের পক্ষ থেকে মাথাপিছু পাবেন ৫ কেজি করে চাল। এছাড়া অন্য কোনো সামগ্রী হয়তো পাওয়া যাবে না।
• যাদের কাছে RKSY-2 Ration কার্ড রয়েছে তারা সরকারের পক্ষ থেকে মাথাপিছু পাবেন ২ কেজি করে চাল। এছাড়া অন্য কোনো সামগ্রী হয়তো পাওয়া যাবে না।