আবারও এক জনদরদী প্রকল্প এনে সাড়া ফেলে দিল পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal)। রাজ্য সরকারের এক বিশেষ প্রকল্পের জেরে ভাগ্য খুলতে চলেছে একের পর এক মানুষের। কেউ হয়তো ভাবতেও পারবেন না। রাজ্য সরকার বিশেষ প্রোগ্রাম ‘দুয়ারে সরকার’ এর সপ্তম সংস্করণের জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এবারের এই দুয়ারে সরকার-এ বিশেষ নজর দেওয়া হবে পরিযায়ী শ্রমিকদের ওপর। হ্যাঁ ঠিকই শুনেছেন। রাজ্য সরকারের উদ্যোগে কেউ ১ লক্ষ টাকা তো কেউ ২ লক্ষ টাকা অবধি পেতে পারেন বলে খবর।
আপনিও যদি পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন তবে এই প্রতিবেদনটি আপনার অবশ্যই পড়ে নেওয়া জরুরি। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে একটি চমকপ্রদ নতুন প্রকল্প নিয়ে আসা হয়েছে। এই প্রকল্পের কারণে এক ধার দিয়ে অনেকটাই টাকা পেয়ে যেতে পারবেন পরিযায়ী শ্রমিকরা। বাংলার বাইরে কাজ করার সময় পরিযায়ী শ্রমিকদের সমস্যার সমাধান করার লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে সরকার। রাজ্য সরকার বিভিন্ন সহায়তা প্রদান করবে, যার মধ্যে মৃত্যু বা অক্ষমতার ক্ষেত্রে ক্ষতিপূরণ এবং যে কোনও দুর্যোগের ক্ষেত্রে পরিযায়ী শ্রমিকদের বাড়িতে নিয়ে যাওয়া অন্তর্ভুক্ত রয়েছে। যদিও রয়েছে কিছু শর্ত।
প্রায়শই দেখা যায়, ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। এছাড়া এও দেখা গিয়েছে, ভিন রাজ্যে কাজ করতে গিয়ে অনেক শ্রমিকের অঙ্গহানি হয়েছে। সেক্ষেত্রে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে বড় সিদ্ধান্তের পথে হেঁটেছে সরকার। টাকা পেতে দুয়ারে সরকার ক্যাম্পে পরিযায়ী শ্রমিকদের নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। জানা গিয়েছে, কোনও পরিযায়ী শ্রমিকের দুর্ঘটনায় মৃত্যু হলে নমিনিকে ২ লক্ষ টাকা দেওয়া হবে। এছাড়া দুর্ঘটনার ফলে অঙ্গহানি হলে বা কাজ করার ক্ষমতা হারিয়ে ফেললে ১ লক্ষ টাকা ওই পরিযায়ী শ্রমিককে সাহায্য করবে রাজ্য। তবে কোনও পরিযায়ী শ্রমিকের স্বাভাবিক মৃত্যু হলে নমিনি পাবেন ৫০ হাজার টাকা।
এছাড়া ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকের মৃত্যু হলে দেহ বাংলায় নিয়ে আসার জন্য পরিবারকে ২৫ হাজার টাকা দেবে রাজ্য সরকার। পাশাপাশি দেহ সৎকারের জন্য আরও ৩ হাজার টাকা দেওয়া হবে।