রথ দেখা, কলা বেচা দুইই হবে! দিঘা নিয়ে ব্যাপক উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের, শুনে আনন্দে লাফাবেন

বাঙালিদের তিনটি স্থানের প্রতি আলাদাই ভালোবাসা রয়েছে যা সাধারণত দিপুদা নামে পরিচিত। এই দিপুদার অর্থ জানেন? না জানলে আপনাদের জানিয়ে রাখি, এই দিপুদা হল দিঘা (Digha), পুরী (Puri) এবং দার্জিলিং (Darjeeling)। এগুলি সবচেয়ে জনপ্রিয় জায়গা যেখানে হাতে কয়েকটা দিন ছুটি পেলেই ভ্রমণপ্রিয় বাঙালিরা ঘুরতে চলে যায়।

রোজকার হাঁফ ধরা রুটিন থেকে সাময়িক মুক্তি পেতে কে না চায়। আপনিও নিশ্চয়ই চাইছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। বিশেষ করে আপনিও যদি কোনও সি বিচের ধারে কয়েকটা দিন আনন্দে ও সর্বোপরি শান্তিতে কাটাতে চান তাহলে শুধুমাত্র আপনার জন্য রইল এই প্রতিবেদনটি।

ভ্রমণপ্রিয় বাঙালি সমুদ্র বলতে অজ্ঞান। আর সমুদ্রের কথা হবে দিঘা, পুরীর কথা হবে না তা কি কখনও হয়। আজ এই প্রতিবেদনে বিশেষ আলোচনা হবে দিঘাকে নিয়ে। আগামী দিনে আপনিও যদি দিঘা যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে আপনার জন্য এক দারুণ জিনিস উপহার দিতে পারে প্রশাসন। যা দেখে আপনিও খুশিতে লাফাতে শুরু করবেন। একপ্রকার দিঘাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে প্রশাসন।

পর্যটকদের টানতে ইতিমধ্যে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এক বিশাল বড় মন্দির নির্মাণ করা হচ্ছে দিঘায়, যা নিয়ে পর্যটকদের মধ্যে এক্সাইটমেন্টের অন্ত নেই। কিন্তু এবার আরও এক দারুণ সুখবর অপেক্ষা করছে সকলের জন্য। কী সেই সুখবর? জানতে আপনারও নিশ্চয়ই ইচ্ছা করছে? তাহলে আর অপেক্ষা না করিয়ে জানানো যাক গোটা বিষয়টা।

রাজ্য সরকারের লক্ষ্য হল স্বচ্ছ বাংলা। আর স্বচ্ছ বাংলার কারণে দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন জেলার প্রশাসনিক অধিকারিকদের নিয়ে পূর্ব মেদিনীপুরে একটি বৈঠক হয়। সেই বৈঠকে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর এমন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিয়েছে দিঘার মতো পর্যটন কেন্দ্রকে। এছাড়াও যে সকল বর্জ্য পদার্থ রয়েছে সে সকল বর্জ্য পদার্থগুলি থেকে সার তৈরি করার ব্যবস্থাও গ্রহণ করা হবে।

প্রশাসনের এহেন সিদ্ধান্তের কারণে একপ্রকার রথ দেখা কলা বেচা দুটোই হবে। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে যেমন পর্যটকদের আরও আগমনের আশা করা হচ্ছে, ঠিক তেমনই বিপুল পরিমাণে কর্মসংস্থান গড়ে উঠতে পারে বলেও মনে করা হচ্ছে।