দেশে উৎসবের মরসুম শুরু হয়ে গিয়েছে বেশ কিছুদিন হল। আর উৎসবের দিন মানেই হাতে একের পর এক ছুটি (Vacation)। ইতিমধ্যেই অক্টোবর মাস শেষ হয়েছে। তবে এখনই মন খারাপ করবেন না এখনো কিন্তু আপনি ছুটি পেয়ে যাবেন অনেক। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো শেষ হয়েছে। এখন অবধি সকলের মধ্যে উৎসবের আমেজ বজায় রয়েছে।
আর থাকবে নাই বা কেন এখনো অবধি উৎসবের দিনগুলো তো শেষই হয়নি। যদিও এখনই কিন্তু উৎসবের মরশুম শেষ হচ্ছে না আর হাতেগোনা মাত্র কয়েকটা দিন পরেই রয়েছে আরও একটি বড় উৎসব। আর সেই উৎসবগুলি হল কালীপুজো, দীপাবলি, ধনতেরাস, ভাইফোঁটা সহ আরো অনেক কিছু। আর উৎসবের দিন মানেই হলো ছুটি চলতি বছরে সরকারি কর্মীরা বহু ছুটি পেয়েছেন যে কারণে বেজায় খুশি তাঁরা। আপনিও কি পশ্চিমবঙ্গের (West Bengal) বাসিন্দা? আপনিও কি সরকারি চাকরি করেন তাহলে আপনার জন্য রইল একটি দারুণ সুখবর।
আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের সরকারি কর্মী হয়ে থাকেন তাহলে আপনিও এই খবরটি পড়ে খুশিতে একপ্রকার লাফাবেন। কারণ নভেম্বর মাসেই একটি নয় দুটি নয় একটানা চারটি ছুটি পেয়ে যাবেন আপনি। হ্যাঁ একদম ঠিক শুনেছেন আপনি। আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কবে কবে এই ছুটি থাকছে? তাহলে বিস্তারিত জানতে ঝটপট পড়ে ফেলুন এই প্রতিবেদনটি।
অনেকেই হয়তো জানেন না যে সম্প্রতি পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর এই বিজ্ঞপ্তি অনুসারে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ছুটির তালিকা নির্ধারিত হয়। নভেম্বরের ১২ তারিখ রবিবার কালীপুজো পড়ছে। এমনিতেই রবিবার ছুটি। আপনিও যদি ভেবে থাকেন আপনার ছুটি মাটি হয়ে গড়ল তাহলে দাঁড়ান। এবার কালী পুজোটা অতিরিক্ত দিন হিসেবে সোমবার অর্থাৎ ১৩ এবং ১৪ নভেম্বর ছুটির ঘোষণা করা হয়েছে।
এরপরেই রয়েছে ১৫ নভেম্বর অর্থাৎ ভাইফোঁটা এবং বিরসা মুন্ডার জন্মদিন। আর এই বিশেষ দিন উপলক্ষে ছুটি থাকবে। এই দুটি ছুটি একই দিনে পড়েছে। তবে এবার ভাইফোটার পরের দিনেও অতিরিক্ত একটি দিন ছুটি হিসেবে থাকবে বলার জানিয়ে দেওয়ক হয়েছে বিজ্ঞপ্তি জারি করে। অর্থাৎ ১৬ নভেম্বর এই ছুটি থাকছে।