পানশালা খুলে ব্যবসা করার অনুমতি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার! এভাবে খুব সহজেই পেয়ে যান মদের লাইসেন্স

বিপিনবাবুর কারণ সুধার চাহিদা এখনও রয়েছে। রয়েছে বললে অপমান করা হবে, বলা উচিৎ বহাল তবিয়তে রয়েছে। আর যাদের কারণ সুধা বা মদের ব্যবসা (Business) তাদের আয় বেশ রমরমা। চাইলে আপনিও আপনার মদের দোকান খুলে নিতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) থেকে থেকে অনুমতি বা লাইসেন্স (Liquor license) পেলেই ব্যবসা শুরু করে দিতে পারবেন।

মদের দোকান খোলার জন্য কীভাবে আবেদন করতে হয় কিংবা পদ্ধতি কী সেটা অনেকেই জানেন না। যাদের ইচ্ছা আছে কিন্তু উপায় নেই ভাবছেন, তাদের জন্য এই প্রতিবেদন। কয়েকটি পদক্ষেপ মেনে চললেই আবগারি দফতর থেকে মদের ব্যবসার জন্য আপনিও লাইসেন্স পেয়ে যেতে পারেন।

wine wb ceqk

আসুন জেনে নেওয়া যাক এই ব্যবসার জন্য কীভাবে লাইসেন্সের ব্যাপারে আবেদন করতে হয়:-

• অনলাইন মাধ্যমে খুব সহজে করতে পারবেন আবেদন।
•অনলাইনে আবেদন করার জন্য আপনাকে ভিজিট করতে হবে আবগারি দফতরের অফিসিয়াল ওয়েবসাইট excise.wb.gov.in -এ।
• ওয়েব সাইটে আসার পর নিউ লাইসেন্স অপশনে ক্লিক করতে হবে।
• এবার সিটিজেন কর্নার থেকে মেক রিকোয়েস্ট অপশনে ক্লিক করতে হবে।
• ক্লিক করুন আপনার পছন্দের অপশনে।
• আপনার কাছে থাকা বৈধ মোবাইল নম্বর দিন, OTP যাবে।
• মোবাইলে আসা ওটিপি লিখলে পৌঁছে যাবেন আবেদন পত্রের বিভাগে।
• আপনার উল্লেখিত বৈধ তথ্য ও নথি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
• অনলাইনে ফি জমা দিতে হবে।
• আবগারি দপ্তর সমস্ত তথ্য ও নথি যাচাই করবে।
• যাচাই করার পর হবে ভেরিফিকেশন।
• এভাবে পেয়ে যেতে পারেন রাজ্যে মদের দোকান খোলার লাইসেন্স।