আর মিলবে না সামগ্রী! বহু রেশন কার্ড বাতিল করল পশ্চিমবঙ্গ সরকার, চেক করুন আপনারটা

আপনার কাছেও কি রেশন কার্ড (Ration Card) রয়েছে? আপনিও কি সরকারের কাছ থেকে বিনামূল্যে রেশন-এর সুবিধা পেয়ে থাকেন? তাহলে আপনার জন্য রইল একটি অত্যন্ত জরুরী খবর। যাদের কাছে রেশন কার্ড রয়েছে তাদের রিলেশন সম্পর্কিত সবকিছু নিয়ম সম্পর্কে জেনে রাখা জরুরি বৈকি। নইলে আগামী সময় গিয়ে বিপদে পড়তে হতে পারে।

   

করোনার সময় থেকেই কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে অন্যান্য রাজ্য সরকার কোটি কোটি রেশন কার্ড ধারকদের বিনামূল্যে রেশনের সুবিধা দিয়ে আসছে। এই কাজ করেছে পশ্চিমবঙ্গ সরকারও (Government Of West Bengal)। কিন্তু আজম কাজ যেন সবকিছু থমকে গেল। কিছুদিন আগেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়েছে। এদিকে এই গ্রেফতার হওয়ার কয়েকদিন পরেই কয়েক কোটি রেশন কার্ড রাজ্যে বাতিল করে দেওয়া হল।

হ্যাঁ ঠিকই শুনেছেন। জানা গিয়েছে রাজ্যে খাদ্য দপ্তরের তরফ থেকে ১ কোটি ৬৬ লক্ষ রেশন কার্ড ইতিমধ্যে ব্লক করে দেওয়া হয়েছে। যার জেরে মাথায় হাত পড়েছে রাজ্যের সাধারণ আমজনতার। রেশন ব্যবস্থাকে এক প্রকার কালিমামুক্ত করতে কেন্দ্রের তরফ থেকে সম্প্রতি আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করানোর কথা বলা হয়েছিল।

ইতিমধ্যেই প্রায় ভুরিভুরি অভিযোগ উঠছিল যে একজন মানুষের একাধিক রেশন কার্ড রয়েছে, আবার অনেক রয়েছেন যাদের কাছে উপযুক্ত কোনরকম পরিচয় পত্র নেই। রেশন-আধার লিংকের কথা বলা হয়েছিল। এই সিদ্ধান্তের মূল লক্ষ্য একটাই ছিল যে একজন গ্রাহকের নামে একাধিক রেশন কার্ড থাকলে প্রথমে তা ব্লক ও পরে তা বাতিল করতে হবে।

mamata ration

ফেলে দেওয়ার মতন তথ্য দিয়েছে রাজ্য সরকার যা শুনে হয়তো আপনারও চোখ ছানাবড়া হয়ে যেতে পারে। রাজ্য সরকার জানিয়েছে দেড় কোটিরও বেশি রেশন কার্ডের মালিকদের অধিক পাওয়া যায়নি যে কারণে তাদের রেশন কার্ড ব্লক করে দেওয়া হয়েছে আপনি যদি খাদ্য দপ্তরের ওয়েবসাইটে একবার ঢু মারেন তাহলে দেখতে পাবেন এই রেশন কার্ডগুলোর নম্বর লাল রং দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়েছে। আপনার কার্ড যদি বাতিল হয়ে গিয়ে থাকে তাহলে চিন্তা করবেন না। দ্রুত রেশন ডিলারের সঙ্গে দেখা করুন এবং জরুরি নথি সাবমিট করুন।