DA অসন্তোষের মাঝেই রাজ্য সরকারি কর্মীদের উপহার, বেড়ে গেল ভাতা! বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের

দুর্গাপুজো কেটে গিয়েছে, লক্ষ্মীপুজোও কেটে গিয়েছে। এদিকে আসছে কালীপুজো। হাতেগোনা আর মাত্র কয়েকটি দিন বাকি রয়েছে, তারপরেই আসবে আরও একটা উৎসবের দিন। গোটা দেশ আনন্দিত হলেও কিছু মানুষের মনে শান্তি নেই। বাংলার সরকারি কর্মীদের (Employee) মনে একটুও শান্তি নেই। কারণ অবশ্যই ডিএ বা মহার্ঘ্য ভাতা (Dearness Allowance)।

   

দীর্ঘ কয়েক মাস ধরেই রাজ্য সরকারি কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন ঝড়, জল, রোদ, ঠান্ডা উপেক্ষা করে বিক্ষোভ দেখেই চলেছেন কর্মীরা। তারপরও যেন বাংলার ডিএ নিয়ে কোনওরকম হেলদোল নিয়ে সরকারের। এদিকে মামলার নিষ্পত্তি চাইছেন রাজ্য সরকারই কর্মীরা। এদিকে দ্রুত এই মামলার নিষ্পত্তি হোক চাইছেন সরকারি কর্মীরা। এখন একটি প্রসঙ্গ সকলের মুখে মুখে ঘুরছে আর তা হল কালীপুজোর আগে কি রাজ্যের কর্মীরা দিয়ে পাবেন? নাকি নতুন করে ফের ধাক্কা খেতে হবে সুপ্রিম কোর্টে?

গত তিন নভেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি থাকলেও কোনরকম খুশির খবর তারা পাননি। এই মামলার শুনানি আগামী বছর ফেব্রুয়ারি অবধি পিছিয়ে গিয়েছে। এদিকে রাজ্যের লাখ লাখ কর্মী এক প্রকার মুষড়ে পড়েছেন। কবে মিলবে ডিএ সেই নিয়ে উঠছে প্রশ্ন। যদিও এসবের মাঝেই কিছু কর্মীদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী নভেম্বর মাস থেকে ইতিমধ্যেই তারা ভাতা পেতে শুরু করেছেন বলেও খবর।

da employee

আর এই ভাতা পাচ্ছেন রাজ্য সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরা জানা গিয়েছে চলতি বছরের জুলাই মাসে পর্ষদের নতুন বোর্ড গঠন করা হয় এরপর সেপ্টেম্বর মাসে তাদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় আর এই প্রস্তাব অনুযায়ী চেয়ারম্যানের ভাতা বাড়বে। আর এ সকল খরচ সরকারি বহন করবে বলে জানা গিয়েছে।