পুরী গিয়ে থাকা, খাওয়ার নো টেনশন! বঙ্গনিবাস খুলছে পশ্চিমবঙ্গ সরকার, কত হবে ভাড়া?

পুরী (Puri) যাননি এমন মানুষকে খুঁজে পাওয়া হয়তো মুশকিল। যারা সমুদ্রপ্রেমী তাঁরা জীবনে একবার হলেও পুরী ঘুরে আসবেন। বিশেষ করে এখানকার জগন্নাথ মন্দির (Jagannath Mandir) দর্শন করতে প্রত্যেক বছর কাতারে কাতারে মানুষ আসেন। আপনিও কি সম্প্রতি পুরী যাওয়ার কথা ভাবছেন? তাহলে এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।

   

puri

পুরীর মন্দিরগুলি ভারতের সর্বাধিক দর্শনীয় মন্দিরগুলির মধ্যে একটি। জগন্নাথ মন্দির ভারতের চার ধামের অংশ। এখানে সারাবছরই পর্যটকদের ভিড় উপচে পড়ে। ভারত থেকে শুরু করে বহু বিদেশী পর্যটকরা এখানে এসে ভিড় জমান। বহু বাঙালিও এখানে ঘুরতে যান।

চলতি বছরের মার্চ মাসে ওড়িশা সফরে গিয়ে বড় মন্তব্য করেছিলেন পশ্চিমবঙ্গের (West Bengal) মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যা শুনে চমকে গিয়েছিলেন সকলে। তিনি পর্যটকদের কথা ভাবনা চিন্তা করে, বিশেষ করে যারা বাংলা (West Bengal) থেকে পুরী ঘুরতে যান তাদের উদ্দেশ্যে বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি পুরীতে বাংলার বাসস্থানের জন্য জমি বেছে নিয়েছেন। এটি পুরী-ব্রহ্মগিরি সড়কের গিরালার জমি জগন্নাথ মন্দির থেকে প্রায় ২০ মিনিট দূরে।

তিনি জানান, “প্রতি বছর লক্ষ লক্ষ বাঙালি পুরীতে আসেন এবং তাদের মধ্যে অনেকে বাসস্থান খুঁজে পেতে সমস্যার সম্মুখীন হন।“ বাঙালি পর্যটকদের কথা ভাবনা চিন্তা করে বঙ্গনিবাস তৈরি করার ঘোষণা করেন তিনি। জানা গিয়েছে এই বঙ্গনিবাস তৈরি করার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ৮৫ কোটি টাকা খরচ করা হচ্ছে। এও শোনা যাচ্ছে, এখানে থাকতে পর্যটকদের বেশি টাকাও খরচ করতে হবে না।

puri 2

যদিও রাজ্য পূর্তদপ্তর সূত্রে জানা গিয়েছে যে আগামী দুই বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এখানে ২ লক্ষ ৩১ হাজার ৩৭২ ফুট জায়গা জুড়ে অতিথিশালা তৈরি করা হবে। যেখানে রেসিডেন্সিয়াল ইউনিট থাকবে ১০৩ টি। এছাড়া কিচেন, প্যান্ট্রি, কনফারেন্স রুম, রেস্তোরাঁ ,ব্যাংকুয়েট এবং গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকবে।