আপনিও কি রাজ্য সরকারের কর্মী (Employee)? আপনিও কি বছরে পর বছর ধরে সরকারি চাকরি করছেন? তাহলে আপনার জন্য রইল একটি জরুরী খবর। দুর্গাপুজো মিটে গিয়েছে। এদিকে সামনেই আছে আরো একটি বড় উৎসব, সেটি হল দীপাবলি। আর এই দীপাবলীর আগেই বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটলো রাজ্য সরকার (Government)। রাজ্য সরকারের এক সিদ্ধান্তের কথা শুনে সকলেই তাজ্জব হয়ে গিয়েছেন।
পশ্চিমবঙ্গে (West Bengal) দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ (Dearness Allowance) বা মহার্ঘ্য ভাতার দাবিতে বিক্ষোভ দেখিয়েই আসছেন রাজ্য সরকারি কর্মীরা। বারবার সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হলেও কোনওরকম কোনও সুরাহা মেলেনি। এদিকে অন্যান্য রাজ্য সরকার নিজেদের সরকারি কর্মীদের কথা ভাবনা চিন্তা করে DA ঘোষণা করেই চলেছে। ফলে বেজায় খুশি বিভিন্ন রাজ্যের সরকারি কর্মীরা।
এবারও তার ব্যতিক্রম ঘটল না। আরো একটি রাজ্য সরকার তাদের কর্মীদের দীপাবলির ঠিক আগে বড়সড় সুখবর দিয়েছে, যে কারণে সেই রাজ্যের সরকারি কর্মীরা খুশিতে লাফাচ্ছেন একপ্রকার। রাজ্য সরকারের এহেন সিদ্ধান্তের কারণে উপকৃত হবেন ৩.৫ লক্ষ কর্মী। হরিয়ানা সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের দীপাবলি উপহার দিয়েছে। রাজ্য সরকার সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর ঘোষণা করেন, রাজ্যের সাড়ে তিন লাখ সরকারি কর্মচারীর মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়ানো হচ্ছে।
এখন হরিয়ানা সরকারি কর্মচারীদের ডিএ ৪২ শতাংশ থেকে বাড়িয়ে ৪৬ শতাংশ করা হয়েছে। কেন্দ্রের মতোই ১ জুলাই থেকেই রাজ্য সরকারী কর্মীদের এই ডিএ কার্যকর হবে। সপ্তম বেতন কমিশনের আওতাতেই এই টাকা বাড়ানো হচ্ছে বলে খবর। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর রাজ্যের আশা কর্মীদের সম্মানী ভাতাও ঘোষণা করা হয়েছে এবং এর আওতায় তাদের সম্মানী বাড়িয়ে ২১০০ টাকা করা হয়েছে।