৩ হাজার টাকা জমালে পাবেন ৪৪ লাখ! কেন্দ্রের এই পেনশন স্কিমে বিনিয়োগে হবেন মালামাল

দেশের অন্দরে পেনশন (Pension) ব্যবস্থায় পরিবর্তন আনার জন্য ঘোষণা করা হয় ন্যাশনাল পেনশন সিস্টেম (National Pension System) অথবা NPS এর। অবসর গ্রহণের পর জীবন কীভাবে চলবে তাই নিয়ে বেশ ভীত থাকেন অনেকে, কিন্তু আর নয়। এবার NPS এর মাধ্যমে বড়সড় সুবিধা পেতে চলেছেন কর্মীরা।

একটু একটু করে জমালেই বিরাট অংকের রিটার্ন পাবেন আপনি। পরিমাণ কত সেটা ভাবছেন তো? তাহলে জানিয়ে রাখি, মাত্র ৩ হাজার টাকার বিনিময়েই এককালীন মিলবে ৪৪ লক্ষ টাকা! অর্থাৎ সামান্য বিনিয়োগেই নিশ্চিন্তে কাটবে আপনার অবসর জীবন।

কিন্তু কী এই ন্যাশনাল পেনশন সিস্টেম ?
এই স্কিম শুরু করা হয় সরকারি কর্মচারীদের জন্য। অবসর জীবনেও যাতে আর্থিক অভাব না থাকে সেই দিক মাথায় রেখে এই স্কিমের প্রচলন করা হয়। কিন্তু পরবর্তী সময়ে সমস্ত মানুষের জন্যই খুলে দেওয়া হয় এই স্কিম। যেকোন ভারতীয় নাগরিক তার ১৮ বছর বয়স থেকেই এই প্রকল্পের জন্য টাকা জমা দিতে পারবেন।

money rupee

এক্ষেত্রে আপনাকে ন্যুনতম ৫০০ টাকা জমা করতেই হবে। এবার ৬০ বছর বয়স পর্যন্ত টাকা জমা দিয়ে যেতে হবে। আপনি যত টাকা বিনিয়োগ করেছেন সেই হিসেব অনুযায়ী মিলবে পেনশন। অবসর জীবনকে আরো বেশি সুরক্ষিত করার জন্য এই স্কিম শুরু করা হয়ছে। এখানে দারুণ রিটার্ন মেলে। যদিও কত টাকা ফেরত পাবেন তা নির্ভর করবে কতদিন এবং কত অর্থ জমা করা হচ্ছে তার ওপরে।

একটা উদাহরণ দিলে ব্যপারটা আরো ভালো বুঝতে পারবেন। যেমন ধরুন আপনি ৩৪ বছর বয়সে এই স্কিম নিলেন এবং মাসিক ৩ হাজার টাকা বিনিয়োগ করলেন। এবার আপনি ২৬ বছর ধরে প্রতি মাসে ৩ হাজার, অর্থাৎ বছরে ৩৬,০০০ টাকা বিনিয়োগ করবেন। এভাবে আপনি মোট ৯.৩৬ লাখ টাকা জমা করবেন। ১০% সুদ মিলবে এক্ষেত্রে। তাহলে আপনি অবসরের সময় ফেরত পাবেন ৪৪.৩৫ লাখ টাকা।