আপনিও কি শিক্ষক (Teacher)? পশ্চিমবঙ্গের (West Bengal) বাসিন্দা? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। কেন্দ্রীয় হারে ও বকেয়া মহার্ঘ ভাতার (Dearness allowance) দাবিতে দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মী, শিক্ষক, শিক্ষিকাদের আন্দোলন, অনশন চলছে। পশ্চিমবঙ্গে সরকারের (Government Of West Bengal) সঙ্গে সকলের টানাপোড়েন আলাদাই মাত্রা ধারণ করেছে। এদিকে মামলা গড়িয়েছে আদালত অবধি। যদিও সুরাহা হয়নি কিছুই। এরই মাঝে দুর্গাপুজোর আগে বড় সুখবর পেতে চলেছেন রাজ্যের শিক্ষক-শিক্ষিকারা।
দীর্ঘ এক বছর ধরে কলকাতার রাজপথে স্বচ্ছ নিয়োগের দাবিতে চলছে ধর্ণা, অনশন আন্দোলন। যদিও জানা যাচ্ছে রাজ্যে স্কুল শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়ে এবার বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার।
এদিকে এই খবর প্রকাশ্যে আসতেই শিক্ষক মহলে খুশির হাওয়া বইছে। মনে করা হচ্ছে, অবশেষে শিক্ষক ও শিক্ষিকাদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। কানাঘুষো শোনা যাচ্ছে, রাজ্য সরকারের নতুন শিক্ষানীতি অনুযায়ী রাজ্যের সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের পড়ানোর মান বিবেচনা করে মানদণ্ড অনুযায়ী তাদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে।
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছিলেন যে তিনি কেন্দ্রীয় হারে সরকারি কর্মীদের DA দিতে পারবেন না। এমনকি যারা অনশন, আন্দোলনে সামিল হয়েছেন তাঁদের কোনোরকম ছুটিও দেওয়া হবে না।
এসবের মাঝেই শিক্ষক ও শিক্ষিকাদের বেতন বৃদ্ধির সিদ্ধান্তকে আলাদা চোখেই দেখছে বিশিষ্ট মহল।তবে এখানে একটা কথা বলে রাখা জরুরি। আর এই কথায় বহু শিক্ষক শিক্ষিকার মন ভাঙতে পারে বলে মনে করা হচ্ছে। এই বেতন বৃদ্ধি বিশেষ কয়েকজন শিক্ষক ও শিক্ষিকার হবে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পদোন্নতি ও বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসা শুধুমাত্র রাজ্যের পার্শ্বশিক্ষক ও শিক্ষিকা অর্থাৎ প্যারাটিচারদের বেতন বৃদ্ধি করতে উদ্যোগী হতে পারে রাজ্য।