SBI-র সমস্ত গ্রাহকদের জন্য সুখবর, এবার থেকে এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে করে দিল ব্যাঙ্ক

এবার স্টেট ব্যাংক (State Bank of India) এর গ্রাহকরা বিশাল স্বস্তি পেয়েছেন। স্টেট ব্যাংক তাদের এই নিয়ম পরিবর্তন করায় স্বস্তির নিশ্বাস ফেলেছেন SBI পরিষেবা ব্যাবহারকারীরা। আসলে স্টেট ব্যাংকে ফান্ড ট্রান্সফারের জন্য যে মোবাইল চার্জ লাগতো তা তুলে দিয়েছে SBI।

SBI তার সাথে আরো জানিয়েছে যে, USSD পরিষেবা ব্যাবহার করে গ্রাহকরা এখনো কোনও ধরনের অতিরিক্ত চার্জ ছাড়াই লেনদেন করতে পারবেন। স্টেট ব্যাংক নিজেদের ট্যুইটার হ্যান্ডেল থেকে ট্যুইট করে এই তথ্য জানিয়েছে। আর কীভাবে SBI এর সেই পরিষেবা ব্যবহার করবেন সেটাও জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

এবার থেকে কোনো চার্জ ছাড়া সহজেই লেনদেন হতে পারে। আর সেইজন্য শুধুমাত্র *৯৯# ডায়াল করলেই হবে। বিনামূল্যে মিলবে পুরো ব্যাঙ্কিং সুবিধা। শুধু তাই না, SBI জানিয়েছে যে, গ্রাহকরা এবার কোনো অতিরিক্ত খরচ ছাড়াই সমস্ত পরিষেবা পেতে পারেন। এর মধ্যে রয়েছে অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করলো থেকে টাকা পাঠানো সবই। এমনকি আপনি মিনি স্টেটমেন্টও পেতে যাবেন এখান থেকে।

টাকার লেনদেন করার জন্য আর SBI অ্যাপ বা অন্য কোনো অ্যাপও ইনস্টল করতে হবে না। শুধুমাত্র *৯৯# ডায়াল করেই সমস্ত প্রক্রিয়া করা সম্ভব হবে। কিন্তু এই USSD থেকে ব্যালেন্স চেক করা থেকে শুরু করে সমস্ত কাজই করতে পারবেন আপনি। যাদের পক্ষে এখনো স্মার্টফোন কেনা সম্ভব হয়নি বা যারা শুধুমাত্র ফিচার ফোন ব্যাবহার করছেন তারাও খুবই সহজে এই পদ্ধতিতে UPI ব্যাবহার করতে পারেন।

কী এই USSD প্রযুক্তি : USSD আসলে একটি প্ল্যাটফর্ম যেখান থেকে GSM নেটওয়ার্কের মাধ্যমে একটি মৌলিক ফোনে তথ্য প্রেরণ করতে পারেন আপনি। SMS এর সুবিধা সমস্ত ফোনই পাওয়া যায়, আর সরকার এই পদ্ধতিকে কাজে লাগিয়ে UPI পরিষেবা শুরু করেছে সরকার।

sbi money

প্রসঙ্গত SBI এর এই সিদ্ধান্তের ফলে ব্যাপক উপকৃত হবেন ফিচার ফোন ব্যাবহারকারিরা। এছাড়া এক তথ্য থেকে এও জানা যাচ্ছে যে, ভারতে এখনো বেশিরভাগ মোবাইল ফিচার ফোন। যেহেতু ৬৫ শতাংশ মানুষ আজও ফিচার ফোন ব্যাবহার করেন তাই এই সিদ্ধান্ত বেশ কাজে আসবে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button