চূড়ান্ত হল সবকিছু! সৌরভ গাঙ্গুলিকে নিয়ে প্রকাশ্যে এল চরম সুসংবাদ, খুশিতে আত্মহারা ভক্তরাও

বাংলার ‘মহারাজ’ নামে খ্যাত সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) নিয়ে মানুষের কৌতূহল নেই। সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেট দলের (India national cricket team) প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই (Board of Control for Cricket in India) সভাপতির বায়োপিক (Biopic) নিয়ে চরম জল্পনা কল্পনা চলছিল। তাঁর বায়োপিকে কে হবেন প্রধান মুখ সেই নিয়ে চরম ধোঁয়াশা তৈরি হয়েছিল।

বলিউড অভিনেতা রনবীর কাপুর (Ranbir Kapoor) সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন বলে কানাঘুষো শোনা যাচ্ছিল। শুধু তাই নয়, এই জল্পনার আগুনে ঘি আরও পড়ে যখন কলকাতায় রনবীর কাপুর ও সৌরভকে পাশাপাশি থাকতে দেখা গিয়েছিল। যদিও এই বিষয়টি নিয়ে দুজনের নস্যাৎ করে দেন। এরই মাঝে সৌরভের বায়োপিক নিয়ে উঠে এল বড় খবর। জানা গেল কে তাঁর চরিত্রে অভিনয় করতে পারেন।

তিনি আর কেউ নন, সৌরভের বায়োপিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে পারেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। হ্যাঁ সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। সৌরভ গাঙ্গুলির জীবনের ওপর ভিত্তি করে বায়োপিক বানানোর সিদ্ধান্ত নিয়েছে বলিউড ইন্ডাস্ট্রি, যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে (Ayushmann Khurrana)। বর্তমানে আয়ুষ্মান খুরানা তাঁর ‘ড্রিম গার্ল ২’ নিয়ে ব্যস্ত আছেন। ইতিমধ্যে এই সিনেমাটি বক্স অফিসে রিলিজ করেছে। আর এই সিনেমা বক্স অফিসে যথেষ্ট সাড়া ফেলে দিয়েছে বলে খবর।

ayushman sourav

যাইহোক ফেরা যাক মূল খবরে। বায়োপিক সিনেমা সবসময়ই দর্শকদের পছন্দ হচ্ছে। বিশেষ করে ক্রীড়াবিদদের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রগুলি মানুষের কাছে বেশ পছন্দের। এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি থেকে শুরু করে ভাগ মিলখা ভাগ পর্যন্ত অনেক বায়োপিক রয়েছে যা দর্শকদের কাছ থেকে প্রচুর ভালবাসা পেয়েছে। এবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বায়োপিক তৈরি হতে চলেছে। ২০২০ সালে প্রথমবারের মতো নিজের বায়োপিক ছবির ঘোষণা করেন সৌরভ। এর পরেই সিনেমাটি নিয়ে অনেক আপডেট প্রকাশ্যে আসে।

কয়েক মাস আগে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে মহারাজ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায় বলেছিলেন, “সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন, সেটা তো সিনেমার পরিচালক কিংবা প্রযোজকই বলতে পারবেন। তাঁদের হাত দিয়েই তো এই সিনেমা জন্ম নেবে।” শোনা যাচ্ছে, ইতিমধ্যে নাকি শুরু হয়েছে চিত্রনাট্য লেখার কাজ। যদিও কবে এই সিনেমার শুটিং হবে তা নিয়ে কিছু জানা যায়নি।